খেলা

পার্থ টেস্টে জুড়েলকে প্রথম একাদশে দেখতে চান শাস্ত্রী

Shastri wants to see Jorell in the starting XI for the Perth Test

Bangla Jago Desk: আগামী ২২ নভেম্বর পার্থ টেস্টের মাধ্যমেই শুরু হচ্ছে চলতি বছরের পাঁচ-টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফি। এবারের এই  ট্রফি ভারতীয় দলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই কারণেই যে, এই সিরিজের পাঁচ টেস্টের মধ্যে তিন টেস্টে জিততেই হবে ভারতকে। না হলে সুযোগ মিলবে না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার। কাজেই প্রতিটি ম্যাচেই মেন-ইন-ব্লুজদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। সেই পার্থের মাঠে প্রথম টেস্টে ভারতীয় দলে তরুণ উইকেটরক্ষক এবং ব্যাটসম্যান ধ্রুব জুড়েলকে খেলানোর দাবি জানালেন প্রাক্তন জাতীয় খেলোয়াড় রবি শাস্ত্রী।

সংবাদমাধ্যমের কাছে ধ্রুবের প্রসঙ্গে বলতে গিয়ে শাস্ত্রী জানন, ভারতীয় ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করার জন্য আমার মনে হয় পার্থে ধ্রুব জুড়েলকে প্রথম একাদশে রাখা হোক। যুক্তি হিসেবে শাস্ত্রী জানান, ধ্রুবকে দলে নিলে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের মিডিল অর্ডার ব্যাটিংয় লাইনআপের শক্তি অনেকটাই বৃ্দ্ধি পাবে। কেননা, এই টেস্টে রোহিত-শুভমনের মতো ব্যাটিং লাইনআপের দুই খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হবে ভারতকে। তাই ধ্রুবকে দলে নিলে উপকার হবে ভারতীয় দলেরই।

উদাহরণ হিসেবে শাস্ত্রী তুলে ধরেন, চলতি বছরের ইংল্যান্ড সিরিজের কথা। সেই টেস্টে চাপের মুখে পড়েও ধ্রুব যেভাবে মাথা ঠান্ডা রেখে অসাধারণ পারফরম্যান্স করেছেন তা শাস্ত্রীকে মুগ্ধ করেছিল বলেও জানান তিন।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া সিরিজের প্রতিটি ম্যাচেই প্রচণ্ড চাপের মুখে খেলতে হবে ভারতকে। একদিকে যেমন থাকবে মাঠের চাপ, তেমনি থাকবে মাঠের বাইরের চাপও। সব সামলেই ভারতীয় দলকে মাঠে নামতে হবে। ভেঙে পড়লে চলবে না। এখন দেখা যাক শেষ পর্যন্ত পার্থ টেস্টের প্রথম একাদশে ধ্রুবের ওপর নির্বাচকরা ভরসা রাখতে পারেন কি না তা সময়ই বলবে।

Related Articles