চলতি বছরে বর্ডার-গাভাসকর ট্রফিতে আর খেলা হচ্ছে না শামির
Shami is no longer playing in the Border-Gavaskar Trophy this year

Truth Of Bengal: আশা ছিল চলতি বছরের বর্ডার-গাভাসকর ট্রফির শেষ দুটি ম্যাচে হয়ত দেখা যাবে তাঁকে। সোমবার সে আশায় পুরোপুরি জল ঢেলে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআই-র পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে শামি এখনও পুরোপুরি তৈরি নন, জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য।
শামির প্রসঙ্গে বিসিসিআই-র পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ঘরোয়া টুর্নামেন্ট যেমন রঞ্জি ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৪০ ওভারের ওপর বল করেছেন শামি। সেই কারণেই নাকি তাঁর পা হালকা ফুলে রয়েছে। এর পাশাপাশি বোর্ডের নিযুক্ত চিকিৎসকরাও শামিকে দেখেছেন। তাঁদের মনে হয়েছে শামির হাঁটুর চোট থেকে পুরোপুরি মুক্ত হতে এখনও বেশ কয়েকদিন সময় লাগবে। সে কারণেই চলতি বছরের বর্ডার-গাভাসকর ট্রফিতে বাকি দুটি টেস্টের জন্য ভারতীয় দলে সুযোগ হয়নি মহম্মদ শামির।
এ দিকে গাব্বার টেস্টের শেষ দিনেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এবার তাঁর জায়গায় দলে স্থলাভিষিক্ত হলেন মুম্বইয়ের তরুণ স্পিনার তনুশ কোটিয়ান। সূত্রের খবর, মঙ্গলবারই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়ে মেলবোর্নে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।