খেলা

Scott Boland: টেস্টে ঐতিহাসিক রেকর্ড! বোল্যান্ড ভাঙলেন ১১০ বছরের পুরনো নজির

পিছনে ফেলেছেন ভারতের জসপ্রীত বুমরাহ, অক্ষর পটেল-সহ একাধিক কিংবদন্তিকে।

Truth of Bengal: অল্প সময়ের টেস্ট কেরিয়ার হলেও অস্ট্রেলিয়ার পেসার স্কট বোলান্ড গড়লেন ঐতিহাসিক নজির। টেস্টে অন্তত ২০০০ বল করা বোলারদের মধ্যে সবচেয়ে কম গড় বোলারের তকমা এখন তাঁরই দখলে। পিছনে ফেলেছেন ভারতের জসপ্রীত বুমরাহ, অক্ষর পটেল-সহ একাধিক কিংবদন্তিকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৩৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বোলান্ড (Scott Boland)।

আরও পড়ুন: Mahishadal Dynasty: মহিষাদল রাজবংশের প্রতিষ্ঠাতা কোন বাঙালি ছিলেন না, বাঙালি হয়ে গিয়েছিলেন

এর পরেই তিনি ভেঙেছেন ১১০ সালের পুরনো রেকর্ড। ১৯১০ সালে অস্ট্রেলিয়ার বার্ট আইরনমঙ্গার ১৭.৯৭ গড়ে ৫৯ উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ড ভেঙে বোলান্ড ১৪ টেস্টে ১৭.৩৩ গড়ে ৫৯ উইকেট নিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফ্রাঙ্ক টাইসন – ১৮.৫৬ গড়ে ৭৬ উইকেট। সমসাময়িক ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ভারতের অক্ষর পটেল (১৯.৩৪ গড়ে ৫৫ উইকেট) এবং জসপ্রীত বুমরাহ (১৯.৪৮ গড়ে ২১৭ উইকেট)। বুমরাহর কৃতিত্ব অবশ্য আরও বেশি, কারণ এত দীর্ঘ কেরিয়ার এবং বেশি উইকেট নিয়েও তিনি গড় বজায় রেখেছেন (Scott Boland)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

বলা বাহুল্য,  টেস্ট ইতিহাসে সবচেয়ে কম গড় রয়েছে সিডনি বার্নসের (১৬.৪৩)। তবে ১৯১০ সালের আগে খেলা হওয়ায় এবং টেস্টের নিয়ম ভিন্ন থাকায়, তার পরিসংখ্যানকে এই তালিকার বাইরে রাখা হয়েছে। অন্যদিকে ডে-নাইট টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ২২৫ রান করেছিল। জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৪৩ রানে। সবচেয়ে সফল বোলার বোলান্ড। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৯৯, ফলে ১৮১ রানে এগিয়ে রয়েছে তারা। আগের দু’টি টেস্ট জিতে ইতিমধ্যেই সিরিজে এগিয়ে রয়েছে অজিরা। এই টেস্ট জিতলে ক্যারিবিয়ানদের ঘরের মাঠেই হোয়াইটওয়াশ করতে চলেছে প্যাট কামিন্সের দল (Scott Boland)।

Related Articles