
The Truth of Bengal: ২০২৪ এ প্রত্যাবর্তন করছেন সানিয়া মির্জা। নতুন বছরের শুরুতেই এটা দুর্দান্ত খবর অনুরাগীদের কাছে। তবে তিনি কোর্টে ফিরছেন না ফিরছেন অন্যরূপে । গতবছরে টেনিস কে বিদায় জানিয়েছিলেন সানিয়া। এবার তিনি ফিরবেন শুনে খুশি সমর্থকেরা কিন্তু কোন ভূমিকায়? তাকে দেখা যাবে ধারাভাষ্যকার হিসেবে। অস্ট্রেলিয়ান ওপেনে টেনিস নিয়ে করবেন কাটাছেড়া। তার কেরিয়ারের যে অভিজ্ঞতা তা শেয়ার করবেন দর্শকদের সঙ্গে।
ধারাভাষ্য সানিয়ার কাছে নতুন নয়, এর আগেও তিনি এই কাজ করেছেন। এবারও তাকে দেখা যাবে একেবারে অন্য ভূমিকায় । তার উজ্জ্বল ক্যেরিয়ারে ৬ টা গ্রান্ড স্লাম জিতেছেন এর আগে। এবার তিনি অবসর ভেঙে নতুন ভূমিকায় অবতীর্ণ হবেন সঙ্গে সমর্থকদের জিজ্ঞাসা তাহলে কি তিনি অবসর ভেঙে কোটিও ফিরবেন প্লেয়ার হিসেবে? এর আগে এরকম একাধিক নজির রয়েছে সানিয়ার ক্ষেত্রেও কি তাই হবে? প্রশ্ন রয়েছে উত্তর দেবে ভবিষ্যৎ। কোর্টে তার এত দিনের অভিজ্ঞতা নিয়ে যখন তিনি ধারাভাষ্যতেও দেবেন তখন তা অন্য মাত্রা পাবে বলেই মনে করা হচ্ছে।
যদিও এ বিষয়ে সানিয়া কিছু বলেননি এখনো । এর আগে ধারাভাষ্য দিলেও টেনিস নিয়ে কখনো ধারাভাষ্য দেননি ফলত তার কাছেও এ বিষয়টা যেমন নতুন তেমন স্পেশাল বলেই জানিয়েছেন তিনি। নতুন বছরের শুরুতে নতুন খবর । অস্ট্রেলিয়ান ওপেনে ফিরবেন তিনি । ২০২৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে উঠলেও খেতাব অধরায় থেকে যায় । এবছর আবার অস্ট্রেলিয়ান ওপেনেই দেখা যাবে তাকে । কিন্তু অন্য ভূমিকায় ।