লিভারপুলের হয়ে শেষ মরশুমে ইপিএল জিততে চান সালাহ
Salah wants to win the EPL in the last season for Liverpool

Truth Of Bengal : এই মরশুমই কি লিভারপুলে তাঁর শেষ বছর? এ নিয়ে জল্পনা চলছিলই, তবে মাঝে এই বিতর্ক ফের উসকে দিলেন মহম্মদ সালাহ। সংবাদমাধ্যমকে লিভারপুলের এই মিডিও সেইরকম একটা ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।
এই প্রসঙ্গে সালাহ জানান, ‘এখনও পর্যন্ত এইরকম সিদ্ধান্ত এইরকমই সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবের সঙ্গে পরবর্তী চুক্তি নিয়ে কোনও অগ্রগতি হয়নি। দেখা যাক শেষ পর্যন্ত জল কোথায় গিয়ে দাঁড়ায়। তবে এই মুহূর্তে আমার একটাই লক্ষ্য রয়েছে, সেটা হল লিভারপুলের জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাব জয় করা। প্রসঙ্গত, এর আগে আমি বরাবরই বলে এসেছি, লিভারপুলের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয় করতে চাই। কিন্তু এখন বলছি লিভারপুলের জার্সিতে ইপিএল-র খেতাব জিততে চাই।’
এর কারণটা জানতে চাইলে সালাহ বলেন, ‘এই কারণের ব্যাখ্যা করতে পারব না। তবে তার মধ্যে একটা কারণ হল, ২০১৯-২০ মরশুমে যখন আমরা লিভারপুলের হয়ে খেতাব জয় করেছিলাম, তখন মহামারি করোনার কারণে আমাদের ফাঁকা মাঠে খেলতে হয়েছিল। আমরা যেভাবে খেতাব জয়ের আনন্দ করতে চেয়েছিলাম, তা পারিনি। লিভারপুলের জার্সিতে আমার এটাই শেষ বছর। তাই বিশেষ কিছু একটা করতে চাই। এখন এই বিষয়টা ছাড়া আমার মাথায় আর অন্য কিছুই নেই।’
উল্লেখ্য, সালাহর সঙ্গে লিভারপুলের শেষ চুক্তি স্বাক্ষিরত হয়েছিল ২০২২ সালে। সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই মরশুম অবধি। কিন্তু তাঁর সঙ্গে এরপর লিভারপুল টিম ম্যানেজমেন্টের চুক্তির মেয়াদ বৃদ্ধি নিয়ে দর কষাকষি চলছেই। আর সেটা যে এখনও অবধি কোনও উন্নতি হয়নি বলেই সূত্রের খবর।
প্রসঙ্গত, ২০১৯-২০ মরশুমে যেবার লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাব জয় করেছিল, তার জন্য লিভারপুলকে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ প্রায় ৩০ বছর। তারপর আবার চলতি মরশুমে বর্তমান কোচ আর্নে সল্টের প্রশিক্ষণে আবার ছন্দে ফিরেছে লিভারপুল। ১৮ ম্যাচে তাদের সংগ্রহ ৪৫ পয়েন্ট।
এদিকে চলতি মরশুমে লিভারপুলের জার্সিতে ১৮ ম্যাচের ১৭টিতেই গোল করেছেন মহম্মদ সালাহ। অ্যাসিস্ট করেছেন ১৩টি গোলের ক্ষেত্রে।