খেলা

রুনির রেকর্ড ভাঙলেন সালাহ, ক্লাব ছাড়ার জল্পনা উড়িয়ে লিভারপুলের হয়ে নতুন ইতিহাস গড়লেন সালাহ

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকে লিভারপুল। প্রথম মিনিটেই দলকে এগিয়ে দেন উগো একিতিকে।

Truth Of Bengal:  লিভারপুলের জার্সিতে মাঠে ফিরেই নজির গড়লেন মহম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিরুদ্ধে ২-০ গোলে জয়ের ম্যাচে সরাসরি গোল না পেলেও দলের জয়ের অন্যতম নায়ক ছিলেন মিশরের তারকা। এই ম্যাচেই ভেঙে দিলেন ওয়েন রুনির দীর্ঘদিনের রেকর্ড। ফর্মহীনতা ও ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে দ্বন্দ্বের কারণে পরপর কয়েকটি ম্যাচে খেলেননি সালাহ। তাঁকে ঘিরে জল্পনা ছিল ক্লাব ছাড়ারও। সেই সব অনিশ্চয়তা কাটিয়ে শনিবার রাতে অ্যানফিল্ডে মাঠে ফেরেন তিনি। ২৫ মিনিটে জো গোমেজের পরিবর্ত হিসেবে নামতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকে লিভারপুল। প্রথম মিনিটেই দলকে এগিয়ে দেন উগো একিতিকে। জো গোমেজের হেড থেকে পাওয়া বল দুর্দান্ত ভলিতে জালে জড়ান তিনি। ২০১৯ সালের পর এই প্রথম প্রিমিয়ার লিগে কোনও ম্যাচের প্রথম মিনিটেই গোল করল লিভারপুল।দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ৬০ মিনিটে। কর্নার থেকে সালাহর নিখুঁত ক্রসে হেডে নিজের দ্বিতীয় গোল করেন একিতিকে। এই গোলে অ্যাসিস্ট করে আট ম্যাচ পর লিভারপুলের কোনও গোলে অবদান রাখলেন সালাহ।

এই সহায়তার মাধ্যমেই নতুন ইতিহাস গড়েন মিশরীয় তারকা। লিভারপুলের হয়ে মোট ২৭৭টি গোলে অবদান রাখলেন তিনি—এর মধ্যে নিজে করেছেন ১৮৮টি গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮৯টি। এর ফলে প্রিমিয়ার লিগে একটি ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ডটি নিজের করে নিলেন সালাহ। এতদিন এই নজির ছিল ওয়েন রুনির দখলে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ২৭৬টি গোলে অবদান ছিল ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের।ম্যাচ শেষে সালাহ গোটা স্টেডিয়াম ঘুরে সমর্থকদের ধন্যবাদ জানান। একিতিকের জোড়া গোলে ব্রাইটনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় পায় লিভারপুল। এই জয়ের ফলে ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে উঠেছে গতবারের চ্যাম্পিয়নরা।এর মাঝেই আলোচনায় সালাহ ও লিভারপুল কোচ আর্নে স্লটের সম্পর্ক। সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে সালাহ ইঙ্গিত দিয়েছিলেন, ক্লাবের কেউ একজন তাঁকে আর দলে চাইছেন না। এরপর ইন্টার মিলানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও তাঁকে ছাড়াই নামে লিভারপুল। তবে ব্রাইটন ম্যাচের আগে  কোচ স্লট জানান, তিনি সালাহর সঙ্গে কথা বলবেন। সেই আলোচনা নিয়ে বিস্তারিত না বললেও কোচের মন্তব্যে ইঙ্গিত মিলেছে বরফ কিছুটা গলেছে। স্লট বলেন, আমার কাছে সমাধান করার মতো কোনও সমস্যা নেই। কাজই সব কথা বলে। আজ সালাহ নামার পর সবাই খুশি ছিল। আমিও ওর কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করেছিলাম, আর সেটা ও করে দেখিয়েছে। প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে চেলসি ২-০ গোলে এভার্টনকে হারিয়েছে। গোল করেন কোল পামার ও মালো গুস্তো। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে উলভসকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। রবিবার মাঠে নামবে ম্যানচেস্টারের দুই ক্লাব।