খেলা

টি-টোয়েন্টিতে বাদ রাসেল, দলে এলেন জোসেফ

Russell dropped from T20I squad, Joseph returns

Truth Of Bengal: আগামী ১৪ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর আগে বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। এই সিরিজের বাকি দুটি ম্যাচে ক্যারিবিয়ানদের হয়ে খেলতে দেখা যাবে না অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। তবে রাসেলকে না পেলেও, দুই ম্যাচ সাসপেন্ড থাকার পর আবার দলে ফিরে এসেছেন আলজারি জোসেফ।

বুধবার রাসেলের বাদ পড়া প্রসঙ্গে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, গত শনিবার বার্বাডোজে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পান এই ক্যারিবিয়ান ক্রিকেটার। সেই চোটের কারণেই তাঁকে আগামী দুটি টি-টোয়েন্টি ম্যাচে দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। এদিকে রাসেলের জায়গায় দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার সামার স্পিঙ্গার।

এদিকে, দুই ম্যাচে নির্বাসিত থাকার পর আবার জাতীয় দলে জায়গা পেয়েছেন আলজারি জোসেফ। উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণকারী ম্যাচে মাঠের মধ্যে দলের অধিনায়ক সাই হোপের সঙ্গে অসভ্য আচরণ করেছিলেন জোসেফ। তারফলেই তাঁকে ২ ম্যাচ সাসপেন্ড করা হয়েছিল। জোসেফ দলে আসাতে বাদ পড়লেন সামার জোসেফ। এই দুটি পরিবর্তন ছাড়া বাকি দল অপরিবর্তিতই রয়েছে।

Related Articles