প্রফেশনাল টেনিসকে আলবিদা জানালেন রোহন বোপান্না
তিনি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে টেনিসের কোর্টে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
Truth Of Bengal: প্রফেশনাল লন টেনিস থেকে অবসর নিলেন ভারতীয় টেনিস জগতের অন্যতম নক্ষত্র রোহন বোপান্না। শনিবার নিজের অবসরের কথা ঘোষণা করেন বোপান্না। রোহন ভারতীয় লন টেনিস জগতের এক অন্যতম নক্ষত্র। তিনি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে টেনিসের কোর্টে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
রোহনের অভিষেক হয় ২০০২ সালের ডেভিস কাপে। তবে প্রফেশনাল টেনিস জগতে রোহন কোর্ট নামেন ২০০৩ সালে। রোহন অবসরের আগে তাঁর শেষ ম্যাচটি খেলেন চলতি প্যারিস মাস্টার্স ১০০০-এ। ভারতীয় লন টেনিস খেলোয়াড় হিসেবে বহু শিরোপাও জয় করেছেন তিনি। তার মধ্যে অন্যতম ২০১৭ সালে গ্যাব্রিয়েলা ডাব্রোস্কির সঙ্গে জুটি বেধে মিক্সড ফ্রেঞ্চ ওপেন জয় করা। এছাড়া জাতীয় দলের জার্সিতে ডেভিস কাপ, অলিম্পিকের আসরেও অংশগ্রহণ করার অভিজ্ঞতা রয়েছে বোপান্নার ঝুলিতে।
রোহন তাঁর দীর্ঘ টেনিস ক্যারিয়ারের তালিকায় একটা সময় শীর্ষস্থানও দখল করেছিলেন। ২০২৪ সালে পুরুষদের মিক্সড ডাবলস বিভাগে শিরোপা জয় করে ৪৩ বছর বয়সে বিশ্বের ১ নম্বর তালিকায় স্থান করে নিয়েছিলেন।
রোহন তাঁর বিদায়ী বার্তায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘একটি বিদায়… কিন্তু শেষ নয়। কি করেই বা বিদায় জানানো যায় যা আপনার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তবুও কিছু করার নেই। আমার মনে হয়, অবসরের এটাই উপযুক্ত সময়। তাই আমি আমার টেনিস কোর্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি ব্যাটটিকেও তুলে রাখার সিদ্ধান্ত নিলাম।’
রোহন আরও লেখেন, ‘আমি যখন সোশ্যাল মিডিয়ায় আমার এই বিদায়ী লেখা লিখছি, তখন আমার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠছে। আজ আমার মনের মণিকোঠায় যেন ভাসছে খেলোয়াড় জীবনের সেই শুরুর দিকগুলোর কথা। আমার মনে হয়, টেনিস আমার কাছে শুধু একটা খেলা ছিল না, ছিল আমার হৃদয়ের সবকিছু। কঠিন সময়ে মন খারাপের সময় থেকে যাবতীয় দুঃখের অবসান কিভাবে ঘটাতে হয় টেনিসই আমাকে সেই শক্তি যুগিয়েছে। পাশাপাশি আমার যাবতীয় সাফল্যের জন্য যাঁরা দীর্ঘ সময় আমাকে সাহস যুগিয়েছেন, পাশে থেকেছেন, আত্মত্যাগ করেছেন আমার পরিবারের সদস্যরা। বিশেষ করে আমার বাবা-মা, বোন, আমার স্ত্রী প্রত্যেকের কাছেই আমি চির কৃতজ্ঞ। এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। কাজেই এবার আমার পালা এই খেলাকে কিছু ফিরিয়ে দেওয়া।’






