
The Truth of Bengal: মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট থেকে কবে অবসর নেবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে সমর্থকদের। তবে এর মাঝে ধারাভাষ্যকর দ্বীপ দাশগুপ্ত বলেছেন ঋষভ পন্থ 2025 সালের আইপিএলের জন্য ভাবনা চিন্তা করছেন এবং তিনি ফিরবেন ধনীর পরিবর্ত হিসেবে। দীপ দাশগুপ্ত তার সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে সিএসকের সদস্যদের সঙ্গে দেখা যাচ্ছে। তবে ধোনী আর কতদিন খেলবেন প্রশ্ন রয়েছে সমর্থকদের মধ্যে ২০২৪ এর যে আইপিএল খেলবেনতা স্পষ্ট । ৪২ বছর বয়সে ও তিনি অপ্রতিরোধ্য।
যে বয়সে সকলেই আর খেলার সিদ্ধান্ত মূলত নেন না। ২০২৫ সালে ধনী কে হয়তো আর দেখা যাবে না সেই জায়গায় দেখা যেতে পারে ঋষভ পন্থকে এমনটাই জল্পনা চলছে। CSK গত মরশুমে পঞ্চম বারের জন্য আইপিএলের শিরোপা জেতে । গুজরাটকে হারিয়ে পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস । ২০১৬ সালে ঋষভ পন্থ প্রথম আইপিএলে খেলেন তারপর থেকে তার খেলা চলছে ।
তবে মাঝে দুর্ঘটনার জন্য খেলা থেকে দূরে ছিলেন ফের আবার ফিরবেন তিনি। দিল্লি ক্যাপিটালস থেকে খেলার পর এবার তিনি সিএসকে তে যোগ দেবেন বলেই খবর। আসলে প্রত্যেক জন খেলোয়াড়ই কোথাও না কোথাও গিয়ে থামেন ধনী ৪২ বছর বয়সে এসেও দুর্দান্ত খেলছেন তার জন্যই গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয় সিএসকে তবে এবার অর্থাৎ ২০২৪ এ তার খেলার পর তিনি ২০২৫ এ আর হয়তো খেলবেন না সে বছর যেসব গ্রন্থের দলে আগমন ঘটবে দীপ দাশগুপ্ত এক্সে পোস্ট করে এমনটাই দাবি করছে।