
Truth Of Bengal : লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার জয় তুলে নিল কার্লো আনসেলত্তির রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারাল মাদ্রিদ জায়ান্টরা। ম্যাচ জিতে অ্যাটলেটিকো মাদ্রিদকে পয়েন্ট টেবিলের ১ নম্বর স্থান থেকে সরিয়ে দিয়ে শীর্ষস্থান দখল করে নিলেন ভিনিসিয়াস, লুকা মদ্রিচরা। তাদের দখলে রয়েছে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট।
শুক্রবার নিজেদের ঘরের মাঠে ম্যাচের ২৭ মিনিটে হুগো দূরোর গোলে প্রথম এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। এরপর পয়েন্ট টেবিলের ১৯ নম্বরে থাকা দলটির বিপক্ষে গোল করে সমতায় ফিরতে রিয়ালকে অপেক্ষা করতে হল প্রায় নির্ধারিত সময়ের ম্যাচ শেষ হওয়ার মিনিট পাঁচ আগে অবধি। তবে এর আগে ৫৫ মিনিটে কিলিয়ান এমবাপকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু তা থেকে গোল করতে ব্যর্থ হলেন বেলিংহ্যাম।
এরই মধ্যে ৭৯ মিনিটে রিয়ালের অন্যতম তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়ার গুরুতর আঘাত করলেন ভেলেন্সিয়ার গোলরক্ষক দিমিত্রেয়ভস্কিককে। ফলস্বরূপ তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দিলেন রেফারি। এমনকি তাতেও শান্ত করা গেল না ভিনিসিয়াসকে। তেড়ে গিয়েছিলেন রেফারির দিকেও। মাঠের মধ্যে ভিনির এইরকম অখেলোয়াড়চিত আচরণ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন অনেক ফুটবল বিশেষজ্ঞরাই। প্রসঙ্গত, এই মাঠেই জীবনের প্রথম লালকার্ড দেখেছিলেন ভিনিসিয়াস। তারপর দ্বিতীয়বারও এই মাঠেই লালকার্ড দেখলেন তিনি।
তবে ভিনিসিয়াস মাঠ ছাড়লেও রিয়ালকে এরপর গোল পেতে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হল না। ৮৫ মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোলের খাতা খোলেন ক্রোট ফুটবলার লুকা মদ্রিচ।
সমতায় ফিরেই যেন আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে থাকেন রিয়াল ফুটবলাররা। ম্যাচের অতিরিক্ত সময়ে রিয়ালের হয়ে জয়ের গোল করে পেনাল্টি নষ্টের ক্ষত মুছে দেন বেলিংহ্যাম।