খেলা

চেন্নাইকে সাফল্য পেতে গেলে রাচীনকে রান পেতে হবে

Rachin needs to get runs if Chennai are to succeed.

Truth Of Bengal: ইন্দুভূষণ রায়, প্রাক্তন ক্রিকেটার: এবারের আইপিএল সবে শুরু হয়েছে। এখনও বহু ম্যাচ বাকি আছে। কিন্তু তার মধ্যেই আমাকে যে কটি দলের খেলা হতাশ করেছে তার মধ্যে অন্যতম হল চেন্নাই সুপার কিংস। কেন জানিনা এবারের চেন্নাই দলটিকে দেখে আমার প্রথম থেকেই মনে হয়েছে, দলটা যেন অন্য দলগুলির তুলনায় অনকেটা পিছিয়ে রয়েছে। তার কারণ হল, চেন্নাই দলটা এবারে মাত্র দু-জন ক্রিকেটারের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। তার মধ্যে ব্যাটিং লাইন আপে রয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার রাচীন রবীন্দ্রা।

রাচীনকে ঘিরে অনেক প্রত্যাশা ছিল আমারও। কিন্তু রাচীন এখন অবধি সেইভাবে আমার মন জয় করতে পারেননি। তিনটি ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। তার মধ্যে প্রথম অর্ধ্বশতরান করলেও, দ্বিতীয় ম্যাচে রান পেয়েছেন ঠিক কথাই, কিন্তু তৃতীয় ম্যাচে একেবারেই ব্যর্থ হলেন তিনি। ফলে দলের ওপর আপনা থেকেই প্রেসার বাড়তে শুরু করল। রাচীনের ওপর সঙ্গী রাহুল ত্রিপাঠীও তিনটি ম্যাচে ব্যর্থ। ফলে চেন্নাই দলের ওপেনিং ব্যর্থ হওয়ার ফলেই পুরো ব্যাটিং লাইন আপ চাপের মধ্যে পড়ে যাচ্ছে।

একমাত্র দলনেতা ঋতুরাজ ছাড়া দলের বাকি ব্যাটাররাও ব্যর্থ হচ্ছেন। ফলে সব দিক থেকেই ব্যাটিং লাইন আপে একবারেই ছন্দ ফিরে পাচ্ছে না। এবং তার ফলেই দুটি ম্যাচ হারতে হল চেন্নাইকে। অপরদিকে বোলিংয়েও চেন্নাই দল আমাকে যথেষ্ট হতাশ করেছে। রবীন্দ্র জাদেজা, অশ্বিনের মতো স্পিনাররা এখও সেইভাবে জ্বলে উঠতে পারলেন না। ফলে তাঁদের পারফরম্যান্সের এফেক্ট পড়ছে গোটা দলে।

চেন্নাই দলে একমাত্র বোলার হিসাবে যেটুকু নজর কেড়েছেন তিনি হলেন নূর মহম্মদ। বাকি সবাইকে যেন অতি সাধারণ মাত্রায় দেখাচ্ছে। কেন এইরকম হচ্ছে বোঝা যাচ্ছে না। অবিলম্বে চেন্নাইকে সাফল্য পেতে গেলে সব বিভাগেই উন্নতি করতে হবে। আর একটা কথা না বললেই নয়, মহেন্দ্র সিং ধোনি দলে খেলছেন ঠিক কথাই, কিন্তু বয়সের ভারে তিনি যে কিছুটা হলেও নুব্জ্য হয়ে পড়েছেন সেটা বোঝাই যাচ্ছে। ফলে সব মিলিয়ে চেন্নাই দলটা যেন একটা ছন্নছাড়া ভাব দেখাচ্ছে। এটা থেকেই অবিলম্বে সাফল্য পেতে গেলে বেরিয়ে আসতে হবে ওদের। না হলে খুবই মুশকিল।

Related Articles