সুপার-৮-এ পৌঁছানোর আশা অটুট, কানাডাকে ৭ উইকেটে হারালো পাকিস্তান
Pakistan beat Canada by 7 wickets

The Truth of Bengal : কানাডার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ২২তম ম্যাচে সাত উইকেটে জিতে পাকিস্তান নিজেদেরকে সুপার-৮-এর দৌড়ে বাঁচিয়ে রেখেছে। এই জয়ে বাবর আজমের দলের নেট রান রেটের উন্নতি হয়েছে। এখন তাদের নেট রান রেট +০.১৯১। একই সঙ্গে দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি। পাকিস্তানকে তাদের পরের ম্যাচ খেলতে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটি ১৬ জুন লডারহিলে অনুষ্ঠিত হবে যেখানে পাকিস্তানকে যেকোনো মূল্যে বড় ব্যবধানে জিততে হবে। চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। একইসঙ্গে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আমেরিকা। ১২ জুন দুই দল মুখোমুখি হবে।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা এই ম্যাচে অ্যারন জনসনের অর্ধশতক ইনিংসের সুবাদে কানাডা ২০ ওভারে সাত উইকেটে ১০৬ রান করে। জবাবে মহম্মদ রিজওয়ানের অপরাজিত ৫৩ রানের ইনিংসের সুবাদে পাকিস্তান ১৭.৩ ওভারে তিন উইকেটে ১০৭ রান করে। চলতি টুর্নামেন্টে এটাই পাকিস্তানের প্রথম জয়।
টসে হেরে প্রথমে ব্যাট করতে আসা কানাডিয়ান দলকে পাকিস্তানি বোলারদের বিরুদ্ধে লড়াই করতে দেখা গেছে। এই ম্যাচে অ্যারন জনসন ছাড়া কানাডার কোনো ব্যাটসম্যান রান পাননি। ৪৪ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। এ সময় তার ব্যাট থেকে আসে চারটি চার ও একই সংখ্যক ছক্কা। এই ম্যাচে নবনীত চার, প্রগাত দুই, নিকোলাস এক, শ্রেয়াস দুই, রবিন্দরপাল শূন্য ও সাদ বিন জাফর দশ রান করেন। যেখানে কলিম সানা ১৩ রান করে অপরাজিত থাকেন এবং ডিলন হেলিগার ৯ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন মহম্মদ আমির ও হারিস রউফ। এছাড়া একটি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। ১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ২০ রানেই প্রথম ধাক্কা লাগে। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে হেলিগারের বলে মুভয়ার হাতে ক্যাচ দেন সাইম আইয়ুব। মাত্র ছয় রান করতে পারেন তিনি। নিউইয়র্কের স্লো পিচে বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের মধ্যে দারুণ জুটি ছিল গড়ে ওঠে। দুজনে ৬২ বল খেলে করে ৬৩ রানের জুটি গড়েন। ১৫তম ওভারে বাবরকে নিজের শিকারে পরিণত করেন হেইলাগার। ৩৩ বলে ৩৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এই ম্যাচে ফখর জামান চার রান করে অপরাজিত থাকেন এবং উসমান খান দুই রান করে অপরাজিত থাকেন। যেখানে মহম্মদ রিজওয়ান খেলেছেন ৫৩ রানের ম্যাচ জেতানো ইনিংস। এ সময় তিনি দুটি চার ও একটি ছক্কা মারেন। কানাডার পক্ষে ডিলন হেলিগার ২টি ও জেরেমি গর্ডন ১টি উইকেট নেন।