খেলা

স্যেন নদীর বুকে অলিম্পিকের উদ্বোধন

Paris Olympics

The Truth of Bengal: ২০২৪ সালে আয়োজিত হতে চলেছে প্যারিস অলিম্পিক্স । তার আগে এবার জানা গেল ,  অন্যরকম ভাবে হতে চলেছে এর উদ্বোধনী অনুষ্ঠান। এমন অনুষ্ঠান হতে চলেছে যা এর  আগের ১২৪ বছরের আধুনিক অলিম্পিক্সেও  কখনও হয়নি। এবার মহা সমারোহে  হতে চলেছে এই উদ্বোধনী অনুষ্ঠান। যদিও তা আর কোনও স্টেডিয়ামে হবে না। একেবারে নদীর উপরে হতে চলেছে । সেকারণে বেছে নেওয়া  হয়েছে স্যেন নদীকে , ২০৬ দেশের প্রায় সাড়ে দশ হাজার প্রতিযোগিকে  নদীর বুকে ঘোরানো হবে বলেই খবর ।

স্যেন নদীকে রোমান্টিক নদী  হিসেবে ধরা হয়। নদীর পাড়ে  দাঁড়িয়ে প্রেম নিবেদনের রীতি বহু আগে থেকে চলে আসছে , এই নদীর পাড়ে দাঁড়িয়ে বহু যুগল পথ চলার অঙ্গীকার বদ্ধ হয়েছে এবার সেই নদীকে বেছে নেওয়া যা অভাবনীয় বলে মনে করা হচ্ছে। স্যেন  নদীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য তার আশেপাশে এলাকার দিকে বাড়তি নজরো  দেওয়া হচ্ছে। যাতে তারা নদীতে কোনও রকম  বর্জ্য না মেশে। উদ্বোধনী অনুষ্ঠান দূর থেকেও যাতে দেখা যায় সে কারণে জয়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করছে আয়োজকেরা এমনটা জানা গিয়েছে।

কিছুদিন আগেই উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছিল , যে পদক পাবেন প্রতিযোগিরা সেই পদকে থাকবে আইফেল টাওয়ারের ছোঁয়া। অলিম্পিকের পদকটি দেখতে হবে ছ’কোনা সোনার উপর ব্রোঞ্জ পদকের মাঝখানে থাকবে আইফেল টাওয়ারের এক টুকরো।  প্যারিস অলিম্পিক এবং প্যারালিম্পিকের সংগঠকরা  প্রথমবারের জন্য পদকগুলি উন্মোচন করেছেন ।বছরের সবচেয়ে বড় খেলার ইভেন্টের জন্য মোট ৫০৮৪টি পদক তৈরি করা হয়েছে। সেই সঙ্গে এবারের উদ্বোধন হতে চলেছে একেবারে অন্য রকম ভাবে । যাকে বিশেষজ্ঞরা বলছেন , অভিনব, অবিশ্বাস্য, অভূতপূর্ব। ২৬ জুলাই প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী  অনুষ্ঠান হতে চলেছে।

Related Articles