খেলা

নতুন সমস্যায় নেইমার!

Neymar

The Truth of Bengal: জল্পণা ছিল  দীর্ঘদিনের । নেইমার পিএসজিতে থাকবেন না ছাড়বেন ।  তিন তারকা ফুটবলারের সময়টা মোটেও ভালো কাটছিলো না। ফলে, এরই মধ্যে প্যারিস ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি। কিলিয়ান এমবাপের ও  যেন যায় যায় অবস্থা। পরে নেইমার ও এক ই কাজ করেছেন  ।  ২ বছরের চুক্তিতে নেইমার সৌদি আরবের ক্লাবে যোগ দিয়েছেন। এরপর তিনি চাইলে আরও এক বছরের জন্য চুক্তি বাড়াতে পারবেন। যার ফলে তিনি ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আল হিলালে থাকবেন।

তাঁকে দলে নিয়ে আল হিলাল ট্রান্সফার ফি দিয়েছে আনুমানিক ১০০ মিলিয়ন ইউরো। মধ্যপ্রাচ্যের ফুটবলে এটা অন্যতম বড়় ট্রান্সফার হতে চলেছে। বার্সেলোনা থেকে ২০১৭ সালে নেইমার যোগ দেন প্যারিস সাঁ জাঁতে। ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাঁকে দলে নেয় PSG সেই থেকে তিনি ফ্রান্সের এই ক্লাবেই ছিলেন। তাঁর হাত ধরেই মেসি যোগ দিয়েছিলেন PSG-তে। তবে এই ফরাসি ক্লাবের হয়ে তাঁর সাফল্য সেভাবে নেই। বেশিরভাগ সময় তিনি চোট পেয়ে বাইরে ছিলেন। অভিষেক হয়েছে আল হিলালে ।

সব কিছু ঠিকঠাক থাকার কথা থাকলেওকিসের কী! আল হিলালে যোগ দেওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ খুব একটা ভালো কাটেনি ব্রাজিলিয়ান তারকার। মাঠে তো এখনো সেরাটা দিতে পারেননি, কোচের সঙ্গে দ্বন্দ্ব নিয়েও কানাঘুষা চলছে।আল হিলালের হয়ে তিন ম্যাচ খেললেও নেইমার এখনো স্কোরশিটে নাম তুলতে পারেননি।সৌদি প্রো লিগে দামাকের বিপক্ষে  ম্যাচটাও ১–১ গোলে ড্র করে আল হিলাল। সেদিনও নেইমার ছিলেন নিষ্প্রভ। তাঁর পারফরম্যান্স নিয়ে তাই প্রশ্ন তোলা হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।

Related Articles