খেলা

পরবর্তী বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া! জল্পনা তুঙ্গে

Next BCCI Secretary Debjit Saikia! Speculation is rife

Truth Of Bengal :আইসিসি-র চেয়ারম্যান পদে যোগ দেওয়ায়, বিসিসিআইএর সচিবের পদ ছাড়তে হয়েছিল জয় শাহকে। তারপরই তাঁর ছেড়ে যাওয়া আসনে কে বসবেন, তাই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে এই আসনে বসতে চলেছেন দেবজিৎ সইকিয়া। এবং কোষাধ্যক্ষ পদে বসতে চলেছেন প্রভতেজ সিং ভাটিয়া।

বোর্ডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল অনেক হেভিওয়েট নাম। সূত্রের খবর তালিকায় ছিলেন অরুণ ধূমল থেকে শুরু করে রোহন জেটলি, স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়রা। কিন্তু এঁদের কেউই নাকি শেষ পর্যন্ত বোর্ডের সচিব পদে বসবেন বলে মনোনোয়নপত্র তোলেননি।

প্রসঙ্গত, বিসিসিআইয়ের ওয়েবসাইটে জানানো হয়েছিল মনোনোয়নপত্র তোলার শেষ দিন ছিল শনিবার বিকেল চারটের মধ্যে। কিন্তু সেই সময়ের মধ্যে একমাত্র সচিব পদে মনোনোয়নপত্র জমা দিয়েছেন দেবজিৎ সইকিয়া। তিনি অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসাবে এই মনোনোয়নপত্র জমা দিয়েছেন। অন্য দিকে প্রভতেজ সিং ভাটিয়া কোষাধক্ষ্য পদে মনোনোয়ন জমা দিয়েছেন ছত্তিশগড়ের প্রতিনিধি হিসাবে। এই পদের জন্য একমাত্র মনোনোয়ন জমা দিয়েছেন ভাটিয়াই। সুতরাং স্কুটনির সময় ত্রুটির কারণে যদি না তাঁদের মনোনোয়নপত্র বাতিল না হয়, তাহলে এই দুজনেই বসতে চলেছেন বোর্ডের সচিব ও কোষাধ্যক্ষ পদে। আগামী ১২ জানুয়ারি বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। খুব সম্ভবত সেদিনই নতুন সচিব ও কোষাধক্ষ্যের নাম ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে বোর্ড সূত্রে।