New Video of Suryakumar’s Catch: সূর্যকুমার যাদবের বিশ্বকাপ ফাইনালের ক্যাচ নিয়ে এখনও ধোঁয়াশা ? দেখুন সেই মুহুর্তের ভিডিও
New Video of Suryakumar's Catch: Still confused about Suryakumar Yadav's World Cup final catch? Watch the video of the moment

The Truth Of Bengal: সদ্য শেষ হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেখানে বার্বাডোজের ময়দানে দক্ষিণ আফ্রিকাকে ধরাশায়ী করে নিজেদের ঘরে কাপ এনেছে ব্লু-আর্মি। তবে, সূর্যকুমার যাদবের নেওয়া ডেভিড মিলারের সেই ক্যাচ বিতর্ক যেন এখনও পিছু ছাড়ছেনা ইন্ডিয়া টিমের। তবে, এবার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, তা থেকে পরিষ্কার, সূর্যকুমার যাদবের পা কোনোভাবেই বাউন্ডারিতে লাগেনি।
Best angle so far, this proves Surya took one of the cleanest blinders ever under immense pressure. TOP 👑👑 pic.twitter.com/xlskvBeLmL
— BALA (@erbmjha) July 4, 2024
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, ডেভিড মিলার যখন শটটা মারেন, তখন বলটা বাউন্ডারির দিকে উড়ে যায়। একসময় মনে হচ্ছিল, হয়তো বাউন্ডারি পারও করে ফেলবে। তবে, শেষ মুহুর্তে ক্যাচ নেন সূর্যকুমার যাদব। ভিডিওটিতে দেখা গিয়েছে যে সূর্য যখন প্রথমবার বলটা ধরছেন, তখন বাউন্ডারি রোপ থেকে তাঁর পা বেশ খানিকটা দূরে আছে। তবে, একটু হলেই বল হাতে তার পা বাউন্ডারির রোপে লাগলে, তাতে ডেভিড মিলার রান পেয়ে যেতেন। তাই, বাউন্ডারিতে পা লাগার পূর্বেই, বলটিকে উপরের দিকে ছুঁড়ে দেন সূর্যকুমার। এরপর নিজে বাউন্ডারির বাইরে চলে গেলেও, নিমেষের মধ্যে বাউন্ডারির মধ্যে ঢুকে বলটি ধরে নেন। আর ক্যাচের সঙ্গে সঙ্গে ম্যাচটাও নিজেদের বাগে করে নেয় টিম ইন্ডিয়া। ডেভিড মিলারের ক্যাচের মাধ্যমে জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে যায় তারা।
যদিও, নেটিজেনদের অধিকাংশেরই বক্তব্য, ভারতের বিশ্বকাপ জয়ের জন্য যদি সবথেকে গুরুত্বপূর্ণ কারোর অবদান থেকে থাকে, তাহলে তা নিঃসন্দেহে সূর্যকুমার যাদবের। কারণ, ওই বলটিতে মিলার আউট না হলে, ভারতের পক্ষে ম্যাচ জেতা কষ্টসাধ্য হয়ে উঠত।