অলিম্পিক্সের উদ্বোধনে নেই নীরজ , নীরবে চলছে প্রাকটিস
Neeraj is not at the opening of the Olympics, the practice is going on silently

The Truth Of Bengal: অলিম্পিক্সের উদ্বোধন দেখার জন্য যখন গোটা বিশ্ব প্রস্তুত তখন নীরবে নিভৃতে পারিস থেকে বহু দূরে প্র্যাকটিস করছেন নীরজ চোপড়া। তার কাঁধে রয়েছে বহু দায়ভার । দেশবাসীর প্রত্যাশাকে পূরণ করবেন তিনি । নীরজ এবার প্যারিস অলিম্পিকস থেকে সোনা উপহার দেবে দেশবাসীকে । ফলত নীরজ চোপড়া এখনো প্যারিসে পৌঁছননি ।
তুরস্কে করে চলেছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার প্যারিসে ১১৭ জন খেলোয়াড়ের ভারত থেকে যাওয়ার কথা থাকলেও নীরজ এখনো যাননি , যেহেতু প্যারিসে আগামী ৬ আগস্ট পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের যোগ্যতা অর্জনের রাউন্ড । গত কয়েক বছরে তিনি যেভাবে ধারাবাহিকতা দেখিয়ে আসছেন।
বিভিন্ন প্রতিযোগিতা থেকে পদক জয়লাভ করছেন সেখানে প্রত্যাশার পাহাড় চরম পর্যায়ে পৌঁছেছে । দেশবাসীর সেই প্রত্যাশা পূরণ করতে বদ্ধপরিকর নীরজ। ভারতের সোনার ছেলে তিনি।প্যারিস থেকে ৩৪৫৩ কিলোমিটার দূরে ব্যক্তিগত কোচের কাছে প্রস্তুতি নিচ্ছেন আর সেই ছবি খেল ইন্ডিয়ার তরফ থেকে সামনে আনা হয়েছে।