খেলা
Trending

অলিম্পিক্সের উদ্বোধনে নেই নীরজ , নীরবে চলছে প্রাকটিস

Neeraj is not at the opening of the Olympics, the practice is going on silently

The Truth Of Bengal: অলিম্পিক্সের উদ্বোধন দেখার জন্য যখন গোটা বিশ্ব প্রস্তুত তখন নীরবে নিভৃতে পারিস থেকে বহু দূরে প্র্যাকটিস করছেন নীরজ চোপড়া। তার কাঁধে রয়েছে বহু দায়ভার । দেশবাসীর প্রত্যাশাকে পূরণ করবেন তিনি । নীরজ এবার প্যারিস অলিম্পিকস থেকে সোনা উপহার দেবে দেশবাসীকে । ফলত নীরজ চোপড়া এখনো প্যারিসে পৌঁছননি ।

তুরস্কে করে চলেছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার প্যারিসে ১১৭ জন খেলোয়াড়ের ভারত থেকে যাওয়ার কথা থাকলেও নীরজ এখনো যাননি , যেহেতু প্যারিসে আগামী ৬ আগস্ট পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের যোগ্যতা অর্জনের রাউন্ড । গত কয়েক বছরে তিনি যেভাবে ধারাবাহিকতা দেখিয়ে আসছেন।

বিভিন্ন প্রতিযোগিতা থেকে পদক জয়লাভ করছেন সেখানে প্রত্যাশার পাহাড় চরম পর্যায়ে পৌঁছেছে । দেশবাসীর সেই প্রত্যাশা পূরণ করতে বদ্ধপরিকর নীরজ। ভারতের সোনার ছেলে তিনি।প্যারিস থেকে ৩৪৫৩ কিলোমিটার দূরে ব্যক্তিগত কোচের কাছে প্রস্তুতি নিচ্ছেন আর সেই ছবি খেল ইন্ডিয়ার তরফ থেকে সামনে আনা হয়েছে।

 

Related Articles