খেলা

চ্যাম্পিয়ন্স লিগ খেলেই একদিনের ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নবির

Nabi decides to retire from one-day cricket after playing in the Champions League

Truth Of Bengal: পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিই ক্রিকেটার হিসেবে তাঁর শেষ একদিনের আন্তর্জাতিক টুর্নামেন্ট। তারপরই একদিনের ক্রিকেটের ২২ গজকে আলবিদা জানাবেন তিনি। শুক্রবার এমনই ঘোষণা করলেন আফগান ক্রিকেটার মহম্মদ নবি। উল্লেখ্য এর আগে নবি ২০১৯ সালেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মহম্মদ নবির এই সিদ্ধান্ত যে সঠিক বলেই জানিয়েছন আফগান ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ নাসিব খান। এই প্রসঙ্গে তিনি জানান, পাকিস্তানে আয়োজিত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রিফ খেলেই একদিনের ক্রিকেট বিদায় জানানোর যে সিদ্ধান্ত নিয়েছেন এটা ওঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমরা আশা করবো নবি এখনও দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন।

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ বছর আফগানিস্তান দলের ক্রিকেট মাঠে লড়াই করেছেন নবি। দেশের জার্সিতে ক্রিকেট ব্যাট হাতে তাঁর যুদ্ধ শুরু হয়েছিল ২০০৯ সালে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে। তারপর থেকে টানা চলছে ক্রিকেট মাঠে নবির লড়াই। শুধু ক্রিকেটার হিসেবেই তিনি দায়িত্ব পালন করে থেমে থাকেননি ৩৯ বছর বয়সী এই আফগান ক্রিকেটার। ২০১৩-১৫ অবধি অধিনায়কের গুরু দায়িত্ব সামলেছেন টেস্ট এবং একদিনের ক্রিকেটে। এবং গত ৩টি একদিনের বিশ্বকাপে ব্যাট-বল দু বিভাগেই নজর কেড়েছিলেন নবি।

উল্লেখ্য, একদিনের আন্তার্জাতিক ক্রিকেটে দেশের হয়ে ১৬৫টি ম্যাচ খেলে নবির সংগ্রহ ৩, ৫৪৯ রান। দুটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ১৭টি হাফসেঞ্চুরিও। ব্যাটার হিসেবেই নয়, বোলার হিসেবেও তাঁর পারফরম্যান্স ছিল বিশেষ উল্লেখযোগ্য। ১৭টি উইকেট ঝুলিতে পুড়েছেন তিনি। এছাড়া সদ্য শেষ হওয়া টাইগারদের বিপক্ষে সিরিজেও আফগানিস্তানের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

Related Articles