ঘরের মাঠে চেন্নাইকেও হারাতে মরিয়া মোলিনা ব্রিগেড
Molina Brigade is desperate to beat Chennai at home too

Truth Of Bengal: এই মুহূর্তে আইএসএল-র লিগ টেবিলে প্রথম স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই শীর্ষস্থানটা এখন যেন-তেন প্রকারেণ ধরে রাখতে মরিয়া সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা। আগামী ৩০ নভেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গণে এই হাইভোল্টেজ ম্যাচে চেন্নাইন এফসির মুখোমুখি হবে সবুজ-মেরুন।
ওড়িশা এফসির সঙ্গে অ্যাওয়ে ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছিলেন শুভাশিস-অনিরুদ্ধ থাপারা। তার পরের ম্যাচেই জামশেদপুরকে ৩-০ গোলে হারিয়ে এখন আবার আত্মবিশ্বাসের তুঙ্গে পৌঁছেছে বাগান ব্রিগেড। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই লিগের বাকি ম্যাচগুলিতে এগিয়ে যেতে বদ্ধ পরিকর বাগানের ফুটবলাররা।
চেন্নাই ম্যাচের জন্য এখন জোরদার অনুশীলন সারছেন দিমিত্রি, বিশাল, লিস্টন, মণবীররা। মঙ্গলবার বিকেলেও দেখা গেল সেই একই চিত্র। এই ম্যাচের আগে মলিনার মাঝমাঠের অন্যতম স্তম্ভ গ্রেগ স্টুয়ার্ট চোট সারিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ায় অনেকটাই স্বস্তি ফিরেছে পালতোলা নৌকার শিবিরে। পাশাপাশি সাইড ব্যাক আশিষ রাইও সুস্থ হওয়ার পথে। যা বিশেষ স্বস্তি দিচ্ছে মোলিনাকে।
পাশাপাশি ছন্দ ফিরে পেয়েছেন আর এক বিদেশি দিমিত্রি পেত্রাতসও। কাজেই চেন্নাই ম্যাচের আগে অনেকটাই চিন্তামুক্ত বাগানের হেডস্যার।
পয়েন্ট টেবিলে অয়েন কয়েলের দল রয়েছে ৭ নম্বরে। দলে আছেন বেশ কিছু ফুটবলার যাঁরা যে কোনও সময় ম্যাচের মোড় ঘোরাতে সক্ষম। বিপক্ষের সেই ফুটবলারদের কিভাবে আটকাতে হবে, তারও রণকৌশল অনুশীলনে দলের খেলোয়াড়দের দেখিয়ে দিচ্ছেন বাগানের অভিজ্ঞ কোচ। কেননা তিনি ভালই জানেন, এই ম্যাচ থেকে পয়েন্ট না পেলেই বিপদ। কাজেই শীর্ষস্থান ধরে রাখতে চেন্নাই এক্সপ্রেসকেও বে-লাইন করতে মরিয়া হোসে মোলিনার দল।