খেলা

মোহনবাগানের নয়া জার্সির উদ্বোধন

Mohunbagan FC

The Truth of Bengal: সামনে এল মোহনবাগান সুপার জায়ান্টের নতুন মরশুমের জার্সি।  দলের  দুই ফুটবলার কে নিয়েই এই উদ্বোধন হল এই জার্সি । অনিরুদ্ধ থাপা এবং জেসন কামিংস কে নিয়েই সঞ্জিব গোয়েঙ্ক জার্সির উদ্বোধন করলেন। এবারের এই জার্সি তৈরি করতে কোনো জিজাইনার ডাকা হয়নি । নতুন জার্সির জন্য ক্লাবে পাঁচ হাজার নকশা জমা পড়েছিল । আর এই জার্সি এক সমরৃথকের মস্তৃষ্ক প্রসূত বলে জানা গেছে।

যদিও মঞ্চে এই জার্সির উদ্বোধনের সময় সঞ্জিব গোয়েঙ্কা কোনো নাম উল্লেখ করেননি। 2022-23 আইএসএল চ‍্যাম্পিয়ন হয় মোহনবাগান। চ‍্যাম্পিয়ন হওয়ার রাতেই কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দিয়েছিলেন আসন্ন মরশুমে এটিকে মোহনবাগান নয়, মোহনবাগান সুপার জায়ান্ট নামে খেলবে দল । সেই ঘোষণার পরেই এই জার্সি উন্মোচন হলো।

জার্সি উদ্বোধনের পর সঞ্জীব গোয়েঙ্কা  বলেন, “সমর্থকরাই এই জার্সির নকশা করেছেন। পাঁচ হাজার জন জার্সির নকশা জমা দিয়েছিলেন। সেখান থেকেই একটি বেছে নেওয়া হয়েছে। জার্সির মধ্যে ফুটে ওঠে একতার প্রতীক। খেলোয়াড় ও আবেগপ্রবণ সমর্থকরা মোহনবাগান সুপার জায়ান্ট পরিবারের অংশ। তাঁদের মধ্যে গড়ে উঠবে শক্তিশালী বন্ধন। একসঙ্গে মিলে আমরা শ্রেষ্ঠত্ব অর্জনের এই যাত্রাকে অব্যাহত রাখব।”

Related Articles