
The Truth of Bengal: ম্যাচের শুরু থেকেই মোহনবাগান আক্রমণের সামনে খাবি খায় পঞ্জাব রক্ষণ। ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় মোহনবাগান। আশিস রাইয়ের মাইনাস ধরেন সাহাল। বল ছাড়তে সময় নষ্ট করেননি তিনি। বল পেয়ে গোল করেন বিশ্বকাপার জেসন কামিন্স।যুবভারতী তে তখন উপস্থিত ২৮ হাজার দর্শক । মুখোমুখি দুই চ্যাম্পিয়ন দল । একদিকে আই এস এল চ্যআম্পইয়ন দল অপর দিকে আই লিগ চ্যাম্পিয়ন দল । মোহনবাগান ও পঞ্জাব এফসি। দর্শকদের স্নায়ুর চাপ বাড়িয়ে শেষ হাসি হাসল মোহনবাগান। তবে এদিন নির্ধারিত সময়ে শুরু হয়নি ম্যআচ। প্রায় আধ ঘণ্টা পর শুরু হয় কলকাতায় মোহনবাগান-পঞ্জাব ম্যাচ। কারণ, বৃষ্টি। ভুবনেশ্বরে ঝড়-বৃষ্টির জেরে আধ ঘণ্টা বন্ধ থাকে ওড়িশা বনাম চেন্নাই ম্যাচ।শনিবাসরীয় রাতে ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচে পাঞ্জাব এফসিকে ৩-১ গোল হারায় সবুজ মেরুন।
গোল করেন জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস এবং মনবীর সিং। আগের বছর চেন্নাইনের কাছে হার দিয়ে শুরু করেছিল বাগান। কিন্তু এবার দারুণ শুরু আইএসএল জয়ীদের। ম্যাচের সেরা দিমিত্রি। । মাঝমাঠে অনবদ্য ফুটবল জাতীয় দলের মিডফিল্ডারের। রাত সাড়ে দশটায় খেলা শেষ। তবে শেষ মুহূর্ত ষপর্যন্ত গ্যালারি ভরাই ছিল।প্রথম দশ মিনিট পঞ্জাবকে দেখার পরেই ম্যাচে জাঁকিয়ে বসেন পেত্রাতোসরা। এই ম্যাচেও তিন-পাঁচ-দুই ছকে শুরু করেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। তাতে ১০ মিনিটের মধ্যেই কামিন্সের গোল। ৩৫ মিনিট লিড দ্রিমির গোলে। বদলি হিসাবে মাঠে নেমেই তৃতীয় গোল করেন মনভীর।খেলার শুরু থেকেই মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা শুরু করে দু’দল। অনিরুদ্ধ থাপা না থাকায় মাঝমাঠে বাড়তি দায়িত্ব ছিল সাহাল আব্দুল সামাদের উপর১০ মিনিটেই তার ফল পায় তারা।
ডান প্রান্তে গ্লেন মার্টিন্সের কাছ থেকে বল পেয়ে বক্সে ক্রস বাড়ান আশিস রাই। সাহালের ডান পায়ের শট দুর্বল হলেও বল পেয়ে যান কামিংস। বাঁ পায়ে গোল করে বাগানকে এগিয়ে দেন কামিংস।দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলা একেবারে টক্করে চলে । ৪৯ মিনিটে আশিস রাইয়ের গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। কিন্তু এর কিছু পরেই মোহনবাগান গোল খেয়ে বসে নিজেদের দোষেই। গ্লেন না দেখেই ব্যাক পাস করে বসেন। আর সেই বল ধরেই পঞ্জাব ক্যাপ্টেন লুকা মাকেন ছুটে গোল করে বেরিয়ে যান। ৫৩ মিনিটে স্কোরলাইন ২-১ হয়ে যায়। এখানেই শুভাশিসকে তুলে মনবীরকে নামিয়ে খেলা বদলে দেন সবুজ-মেরুন কোচ ফেরান্দো। নেমেই ৬৪ মিনিটে গোল করে ফেলেন মনবীর। এর পর আর ফিরে তাকাতে হয়নি । জয় নিশ্চিত হয় । মরশুমের প্রথম ম্যাচে সহজ জয় নিঃসন্দেহে স্বস্তি দেবে সবুজ-মেরুন শিবিরকে।