খেলা

আইএসএল জয়ী অধিনায়ককে ছাড়ার পথে মোহনবাগান

Mohun Bagan Super Giant

The Truth of Bengal: একের পর এক জাতীয় দলের তারকার ঠিকানা এবার মোহনবাগান সুপার জায়ান্ট। আর এই তালিকায় নবতম সংযোজন হতে পারেন সাহাল আবদুল সামাদ। রবিবার আনোয়ার আলির সই পর্বের পর দাবানলের মতোই খবরটা ট্রান্সফার মার্কেটে ছড়িয়ে পড়েছে। ভারতীয় দলের অ্যাটাকিং মিডিও-কে এবার দলে নিতে চলেছে সবুজ মেরুন শিবির। তাও রেকর্ড পরিমান ট্রান্সফার ফি দিয়ে।

সামাদের জন্য সৌদি প্রো লিগের বেশ কয়েকটা ক্লাবের তরফে প্রাথমিকভাবে খোঁজ খবর নেওয়া হয়েছিল এজেন্টের মাধ্যমে। তবে সামাদের সৌদি লিগে যাত্রা সম্ভবত হচ্ছে না। ভারতেই খেলতে হবে জাতীয় দলের এই ফুটবলারকে। তাই সামাদকে নিতে মরিয়া মোহনবাগান। প্রীতম কোটালের সঙ্গে সোয়াপ ডিলের সঙ্গেই কেরালা ব্লাস্টার্স সাহালের জন্য দর হেঁকেছে ২.৫ কোটি টাকা। আসলে ফেডারেশনে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে কেরলের দলটি। ফলে তাদের টাকার দরকার।

কেরলের শর্তে মোহনবাগান রাজিও। অবস্থার বিশাল কোনও বদল না ঘটলে এবার সাহাল মোহনবাগানেই নাম লেখাচ্ছেন। যা খবর, তাতে প্রীতমকে দিয়ে সামাদকে দলে নিতে চাইছে মোহনবাগান। সেক্ষেত্রে প্রীতমকে পেয়ে নিজেদের রক্ষণকে আরও শক্তিশালী করে নিতে পারবে কেরালা ব্লাস্টার্স। আনোয়ার আলি দলে আসায় রক্ষণকে আরও শক্তিশালী করে নিয়েছে মোহনবাগান। তবে এখন প্রশ্ন হল আনোয়ার আলিকে দলে নেওয়ায় সবুজ মেরুনে প্রীতম কোটালের ভাগ্য কী হতে চলেছে? আইএসএল জয়ী অধিনায়কেই ছেড়ে দেবে মোহনবাগা‌ন?

Related Articles