
The Truth of Bengal: জয়ের ধারা অব্যাহত মোহনবাগানের । তা সেটা নিজেদের ঘরের মাঠে হোক বা অন্য কোনো জায়গায় । প্রতিপক্ষের ডেরাতেও জয়ের ধারা বজায় রাখতে সক্ষম মোহনবাগান। চেন্নাইয়িন এফসিকে ৩-১ গোলে হারিয়ে দিল মোহনবাগান। আইএসএলে জয়ের হ্যাটট্রিক করল তারা।মোহনবাগানের এই জয়ের নায়ক দিমিত্রি পেত্রাতোস। যাকে সমর্থকেরা সেরা নায়ক হিসেবে বেছে নিয়েছেন । এদিন খেলার শুরু থেকে দেখে বোঝা যাচ্ছিল না বাগান অ্যাওয়ে ম্যাচ খেলছে, নাকি হোম ম্যাচ। বলের দখল বেশির ভাগ সময় ছিল সবুজ-মেরুন ফুটবলারদের পায়েই। মাঠের মধ্যে যেমন দাপট, তেমনই গ্যালারিতে দলকে সমর্থন করতে কলকাতা থেকে আসা সমর্থকদের গর্জন। চেন্নাইয়িনকে তাদেরই মাঠে সম্পূর্ণ কোনঠাঁসা করে রাখল জুয়ান ফেরান্দোর ছেলেরা।
একাধিক সুযোগ পেয়ে তার সঠিক প্রয়োগ করতে ব্যর্থ মোহনবাগান প্রথমার্ধে এগিয়ে ছিল ২-০ গোলে। সাহাল আব্দুল সামাদের পাসকে লক্ষ্য করে বাজপাখির মতো মাথা ছুঁইয়ে গোল করে যান দিমিত্রিস পেত্রাতোস। গোল পেয়ে প্রতিপক্ষের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় মোহনবাগান। মোহনবাগানের পক্ষে গোল বাড়ানোর সুযোগ পেয়েছিলেন আনোয়ার আলি এবং সামাদ। কিন্তু দু’জনের শটই অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।দ্বিতীয়ার্ধেও নিজেদের দাপট দেখিয়ে চলে সবুজ মেরুন টিম । প্রথমার্ধের চেন্নাইয়িন এবং দ্বিতীয়ার্ধের চেন্নাইয়ের মধ্যে ছিল আকাশ-পাতাল ফারাক। এর প্রমাণ পাওয়া যায় নিজেদের বক্সের বাইরে মোহনবাগানের ফাউলের আধিক্য থেকে।
এমন এক ফাউল থেকে দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মাথায় ফ্রি-কিক পায় চেন্নাইয়িন এফসি। বাম পায়ের গোলার মতো শটে গোল করতে ভুল করেননি রাফায়েল ক্রিভেলারো। ব্রাজিলীয় তারকার শট শুভশিস বসুর পিঠে লেগে জালে জড়িয়ে যায়। ঘরের দল গোল পাওয়ায় গ্যালারির গর্জন তখনও ঠিক ভাবে থামেনি এরই মাঝে ৫৬ মিনিটে সাহাল আবদুল সামাদের এক দক্ষতায় বাড়ানো পাস থেকে টপ নেটে ফিনিশ করে বিশ্বমানের গোল করে মোহনবাগানকে ৩-১ গোলে এগিয়ে দেন মনবীর সিং। এর ৪ মিনিটের মধ্যে চেন্নাইয়িন আবারও গোল কমানোর সুযোগ পেলেও গোলরক্ষক বিশাল কাইথকে একা পেয়ে ফারুক চৌধুরির মিস হোম টিমকে আর ম্যাচে ফিরতে দেয়নি।
Free Access