খেলা

Mohammedan: একটিও ম্যাচ না জিতে সুপার কাপ অভিযান শেষ করল মহমেডান

বুধবার মেহরাজের দল তাদের গ্রুপের শেষ ম্যাচ খেলতে   মাঠে নেমেছিল।

Truth of Bengal: নানা সমস্যা মাথায় নিয়েই চলতি বছরের সুপার কাপে অংশগ্রহণ করেছিল মহমেডান স্পোর্টিং। কিন্তু এই টুর্নামেন্টের একটি ম্যাচেও জয়হীন থেকে এবারের মত অভিযান শেষ করল রেড রোডের ধারের শতাব্দী প্রাচীন ক্লাবটি। বুধবার মেহরাজের দল তাদের গ্রুপের শেষ ম্যাচ খেলতে   মাঠে নেমেছিল। সেই ম্যাচেও ৩-০ গোলে গোকুলাম এফসির কাছে পরাজয় হল মহমেডানের।

এবারের সুপার কাপে অন্য দলগুলির তুলনায় বেশ পিছিয়ে ছিল মহমেডান। তবুও তারা শক্তিশালী দলগুলির বিপক্ষে নিজেদের সর্বত্র দিয়ে লড়াই করেছিল। বুধবারের ম্যাচে গোকুলাম এফসির বিপক্ষে বিরতির আগেই পিছিয়ে পড়ে মহমেডান। ম্যচের ২৮ মিনিটে গোকুলামকে এগিয়ে দেন অ্যালবার্ট টোরেস। তবে বিরতির আগে আর গোলের দেখা পায়নি দক্ষিণের দলটি।

বিরতি থেকে ফিরে এসে প্রথম স্যামুয়েল গোল করে গোকুলামের হয়ে ব্যবধান বাড়ান। এরপর নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার মিনিট চারেক আগে ফের মহমেডানের কফিনে শেষ পেরেঁকটি পুতে দেন রিকো। তবে ম্যাচ জিতলেও সুপার কাপের পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি দক্ষিণের দলটিও। ফলে মহমেডানের মত খালি হাতে ফিরতে হল গোকুলামকেও।

Related Articles