এখনও সুস্থ নন মহম্মদ শামি, ম্যাচ ফিট হয়ে ফেরার সময় দিল বিসিসিআই
Mohammad Shami is still not healthy, BCCI gave time to return match fit

The Truth Of Bengal : ওডিআই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি মহম্মদ শামি কবে জাতীয় দলের সঙ্গে যোগ দেবে তা এখনও স্পষ্ট নয়। বিশ্বকাপের আগেই তাঁর চোট লেগেছিল সেই চোট নিয়ে খেলেছিলেন বিশ্বকাপ। চোট সাড়ার পর এখন বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব রয়েছেন তিনি। সুস্থ হচ্ছেন তিনি। তবে কবে ফিরবেন তা এখনো স্পষ্ট নয়। আফগানিস্তানের বিপক্ষে যে সিরিজ রয়েছে ভারতের সেই সিরিজে খেলতে পারবেন না শামি।
এ কারণে দল ঘোষণার সময় শামির নামটা না রেখেই দল ঘোষণা করা হয়েছে। যদিও জানা গিয়েছে , শামির নামটা রাখতে চেয়েছিল বিসিসিআই শেষ পর্যন্ত গিয়ে তালিকা থেকে নামটা কাটতে বাধ্য হয়েছে। আফগানিস্তানের বিপক্ষের না ফেললেও তারপর রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। সেই সিরিজে কী তাঁকে পাওয়া যাবে তা নিয়ে ক্ষীন একটা আশা রয়েছে। তবে একাধিক সূত্র বলছে ইংল্যান্ডের বিপক্ষ সিরিজে পাওয়া যাবেনা শাট্যাঙ্ক। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিকে নিয়ে একটুও তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড।
আবার জানা যাচ্ছে, যদি মহাম্মদ শামি ইংল্যান্ডের সিরিজের আগে ফেরেন তাহলে প্রথম দুটো ম্যাচে তাঁকে নাও রাখা হতে পারে সেক্ষেত্রে পরবর্তী ম্যাচগুলোতে তিনি খেলতে পারেন এমন জল্পনা চলছে। এবার বিশ্বকাপে সাত ম্যাচে শামি ২৪ টি উইকেট শিকার করেছিলেন। দক্ষিণ আফ্রিকার সফরে তাঁর মত এত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় না থাকাটা টিম ইন্ডিয়ার জন্য বড় ধাক্কা।