
The Truth Of Bengal: এবার রিয়েল সল্টলেকের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি । মায়ামির খেলোয়াড়রা প্রথম থেকেই খেলার ঝাঁজ বজায় রেখেছিল সেকারণে প্রতিপক্ষ এদিন গোল্ই করতে পারেনি । তবে মায়ামি জিতেছে ২ গোলে । খেলার ফলাফল দাঁড়ায় ২-০ । এই ম্যাচ বিশেষভাবে স্মরণীয় তার কারণ এই ম্যাচে মেসির পাশাপাশি ছিল , লুইস সুয়ারেজ, বুসকেতস, জর্দি আলবা । চার তারকাকে একত্রে দেখা যায় মাঠে । এর আগে এই চার তারকা শেষ কবে দেখা গিয়েছিল তাই হয়তো মনে পড়ে না সমর্থকদের । এর আগে ২০২০ সালের বার্সেলোনার হয়ে শেষবার মাঠে নেমেছিলেন তারা। মায়ামির এদিকে সময়টা ভালো যাচ্ছিল না । প্রাক্-মরসুমের খেলা ৭ ম্যাচের মধ্যে তারা জিতেছে ১টাতে হেরেছে ৪ ম্যাচে। শুধু মাত্র জয় হংকং একাদশের বিপক্ষে জিতেছে। যদিও এর আগে রোনাল্ডোদের বিপক্ষে হারতে হয়েছিল তাদেরকে । তার পর হংকং এর বিপক্ষে জয় মায়ামির জয়ের নৌকায় যেন পাল তুলেছিল । এই ম্যাচে প্রথম গোল পেতে মেসির দলকে অপেক্ষা করথে হয়েছে ৩৯ মিনিট। গোল করেন টেলর। দ্বিতীয় গোল করেন গোমেজ । সেটা করেন ম্যাচের ৮৩ মিনিটে। এই জয়ের পর সুয়ারেজ বলেছেন, তিনি খুবই খুশি। কারণ, ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল । চার তারকাকে একসাথে দেখে খুশি আমজনতাও ।
FREE ACCESS