খেলা

সেমিফাইনালে আলকারাজের সামনে মেদভেদেভ

Alcaraz in the semi-finals

The Truth of Bengal: বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারকে  হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন দানিল মেদভেদেভ। পুরোপুরি সুস্থ ছিলেন না ইয়ানিক সিনার। আগের রাতে পর্যাপ্ত ঘুম না হওয়ার কুফলটা ছেলেদের টেনিস বিভাগের এক নম্বর খেলোয়াড় টের পাচ্ছিলেন কোর্টে। শরীর ঠিকমতো কাজ না করলেও এবারের উইম্বলডনের শীর্ষ বাছাই হাল ছাড়েননি, মেডিকেল টাইম আউট নিলেও ম্যাচ শেষ করেই ছেড়েছেন কোর্ট। তবে ফলটা তাঁর পক্ষে যায়নি। বছরের শুরুতে যাঁকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন, সেই দানিল মেদভেদেভের কাছে পাঁচ সেটের লড়াইয়ে হেরে বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনাল থেকেই।

গত মঙ্গলবার রাতে তৃতীয় সেট চলাকালে মেডিকেল টাইম আউট নিতে বাধ্য হন সিনার। সাইডলাইনে তাঁর প্রেশারও মাপতে হয়। প্রথম সেটটা জিতলেও দ্বিতীয় ও তৃতীয় সেট হেরে পিছিয়ে পড়া সিনার ওই বিরতির সুফল পেয়েছিলেন চতুর্থ সেটে। ওই সেটটা সহজে জিতলেও পঞ্চম সেটে আর পেরে ওঠেননি। স্বাভাবিকের চেয়ে একটু বেশি আক্রমণাত্মক থাকা মেদভেদেভ ৬-৭, ৬-৪, ৭-৬, ২-৬, ৬-৩ গেমে ম্যাচটি জিতে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। যেখানে রুশ তারকা প্রতিদ্বন্দ্বী উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ।

স্প্যানিশ তারকা আলকারাজ  আরেকটি কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের টমি পলকে ৫-৭, ৬-৪, ৬-২, ৬-২ গেমে হারিয়ে উঠেছেন সেমিফাইনালে। মেয়েদের প্রথম সেমিফাইনালের লাইনআপও চূড়ান্ত হয়েছে গত মঙ্গলবার। বাছাইপর্ব পেরিয়ে আসা নিউজিল্যান্ডের লুলু সুনকে ৫-৭, ৬-৪, ৬-১ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন অবাছাই দোন্না ভেকিচ। শেষ চারে তাঁর প্রতিদ্বন্দ্বী সপ্তম বাছাই জাসমিন পাওলিনি। ইতালিয়ান খেলোয়াড় ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের এমা নাভারোকে। মেয়েদের দুটি সেমিফাইনালই বৃহস্পতিবার। ছেলেদের সেমিফাইনাল শুক্রবার।

Related Articles