
The Truth Of Bengal : শুরু হতে চলেছে ইউরো কাপ। বেজে গিয়েছে দামামা । প্রত্যেক দলই শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে । তবে প্রস্তুতির সারতে পারছে না ক্লিয়ান এমবাপেরা। কারণ তিনি ও তার সতীর্থ অসুস্থ । জানা গিয়েছে , ফ্রান্স ফুটবল টিমে এবার ভাইরাসের হানা । সে কারণে ইউরো কাপের আগে প্রাকটিস করতে পারলেন না । ফ্রান্স দলে এমবাপে এবং কিংসলে কোমান এই মুহূর্তে ভাইরাসে আক্রান্ত। অসুস্থ হয়ে রয়েছে দুজন ফুটবলার। সোমবার প্রথম প্রথম খেলতে নামছেন এমবাপেরা। তারা কি শারীরিক অবস্থা দলকে শক্তিতে রাখছে না।
এই দলের ওসমানে ডেম্বেলে জানিয়েছেন, তাঁর ও জ্বর হয়েছিল। তবে এখন সুস্থ। বাকিরাও দ্রুত সুস্থ হ্ওয়ার চেষ্টা করছেন । জ্বর রয়েছে কোচ দিদিয়ে দেশঁরও। ইউরো কাপে এম্বাপেদের ম্যাচ রয়েছে ১৮, ২২, ২৫ জুন । তারা কি দলের বেশিরভাগ খেলোয়াড়রা অসুস্থ হওয়াই শিওয়ে সংকট ফ্রান্স টিমের । ফ্রান্স তাদের অনুশীলন দেখার জন্য ৪০০০ দর্শক মাঠে উপস্থিত হয়েছিল তারা প্রত্যেকে নিরাশ হলেন। দেখতে পেলেন না এমবাপেদের অনুশীলন। এই অনুশীলনের আগে বিক্রি হয়ে গিয়েছিল কয়েক হাজার কিন্তু শেষ পর্যন্ত অনুশীলন বাতিল হয় । বুধবারি জার্মানি পৌঁছেছিল এমবাপেরা ।