খেলা

অলিম্পিক্সে দাপট মনু ভাকেরের , লড়াই ফের ব্রোঞ্জ পদকের জন্য

Manu Bhaker's dominance in the Olympics, the fight is again for the bronze medal

The Truth Of Bengal: প্যারিস অলিম্পিক্সে  দেশকে প্রথম পদক জেতা শ্যুটার মনু ভাকের ফের নিজেকে প্রমাণ করলেন । এবার 10 মিটার এয়ার রাইফেল  ইভেন্টে পদকের দাবিদার হয়ে উঠলেন তিনি । রবিবার পদক জেতার পর আবার  তিনি  পদক জেতার আশা বাড়ালেন । এবার মিক্সড ইভেন্টে মনু  ভাকের ও সর্বজিৎ সিং পদকের আশা বাড়ালেন । এখন তারা দুজনেই ব্রোঞ্জ পদকের ম্যাচে দক্ষিণ কোরিয়ার শ্যুটারদের মুখোমুখি হবে। মঙ্গলবার দুপুর ১টায় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। মনু ভাকের ও সর্বজিৎ সিং  দেশবাসীকে নতুন আশা দেখাচ্ছেন।

মনু বাকের ও সার্বজিৎ জুটি আজ তিন নাম্বারে শেষ করেছেন ফলে তো তাদের সামনে রয়েছে ব্রোঞ্জ পদক জয়লাভ করার সুযোগ। প্রথম দ্বিতীয় যারা হয়েছেন তারা সোনার পদক জয়লাভ করার জন্য লড়বেন ‌ । মনু ও সর্বজিৎ জুটি তিন নম্বরে শেষ করলেন । তবে তাদের গ্রুপে শীর্ষে রয়েছে তুরষ্কের  প্রতিযোগিরা ।  দ্বিতীয় স্থানে রয়েছে সার্বিয়ার দুই প্রতিযোগি রয়েছে  অরুনোভিচ জোরানা ও মিকেচ দামির। আর তৃতীয় স্থানে শেষ করলেন মানু ও সর্বজিৎ।

ইতিমধ্যে পিটি ঊষা এই দুই প্রতিযোগীকে শুভেচ্ছা জানিয়েছেন , বিশেষ করে মনু ভাকের কে বলেছেন তার ধারাবাহিকতা যেভাবে তিনি বজায় রাখতে পেরেছেন তাতে মুগ্ধ পিটি ঊষা। শুভেচ্ছা জানিয়েছেন আগামীর জন্য। সুপার সানডের পর সুপারমান্ডে রচিত হল‌ প্যারিসে । ১০০ পাদকের লক্ষ্যমাত্রা নিয়ে ভারতীয় প্রতিযোগীরা গিয়েছে এবার অলিম্পিক্সে। সেখানে সমস্ত বিভাগ থেকেই পদক আসবে বলেই মনে করা হচ্ছে যার মধ্যে অন্যতম মনু ভাকের ।

 

Related Articles