খেলা

মহেন্দ্র সিং ধোনি কি পরের মরশুমে আইপিএল খেলবেন?

CSK

The Truth of Bengal: মহেন্দ্র সিং ধোনি কি পরের মরশুমে আইপিএল খেলবেন? এ  প্রশ্ন গত বছর আইপিএল শেষ হ্ওয়ার পর  থেকেই রয়েছে দর্শকদের মধ্যে। তিনি থাকবেন তবে সিএসকে নতুন কাউকে তৈরি করতে চেয়েছে গত বার থেকেই । ধোনির উত্তরসূরি হিসেবে কেউ থাকুক চাইছিল সিএসকে ।জানা গিয়েছে , চেন্নাই সুপার কিংসের  টিম ম্যানেজমেন্ট আগে থেকেই  এই কথাই ভেবেছে একথা ।  ধোনির পরিবর্ত হিসাবে অধিনায়কের নাম নিয়ে জোর চিন্তাভাবনা চলছে দলের অন্দরে। আগামী মরশুমে  বদল হতে চলেছে সিএসকের অন্দযটআও।

দলের অধিনায়ককে দেখে চমকে যেতে পারেন চেন্নাই ভক্তরা, এমনটাই অনুমান। যদিও সিএসকে থেকে এখনো স্পষ্ট কিছু বলা হয়নি । ২০২৩ সালের টুর্নামেন্টের নিলাম থেকেই সিএসকে ম্যানেজমেন্টের লক্ষ্য ছিল, পরবর্তী অধিনায়ক হিসাবে কাউকে তৈরি করা। সেই মতো কাজও করছে । গতবছর আইপিএলের সময়  মনে করা হয়েছিল, বেন স্টোকসকে অধিনায়ক করা হতে পারে। এবছর বেন স্টোকস থাকছে না । দল ছাড়লেন । কারণ হিসেবে জানিয়েছেন তার চোট ও ফিটনেস সমস্যার কথা ।

সিএসকে যদিও প্রাথমিক আপত্তি করলেও পরে মেনে নিয়েছে । ফলত তাকে নেওয়া যায়নি । এদিকে ভাবা হয়েছে আর এক তরুণের নাম । ঋতুরাজ গায়কোয়ারের নাম । এশিয়ান গেমসে তাঁর নেতৃত্বেই সোনা জিতেছে ভারত।  ভবিষ্যতে তার নামটাই যে উজ্জ্বল হয়ে উঠে আসবে তা সহজেই অনুমেয়। ২০২০ সাল থেকে দলের অন্যতম প্রধান খেলোয়াড় তিনি। ২০২১ সালে অরেঞ্জ ক্যাপও জেতেন। ওপেনিংয়ে তাঁর দুরন্ত ব্যাটিংয়ে ভর করে সেই বছর আইপিএলও জেতে চেন্নাই। সবদিক বিচার করে ঋতুরাজকেই ভবিষ্যতের নেতা হিসাবে ভাবা হচ্ছে।  ধোনির উত্তরসূরী হিসাবে এই মুহূর্তে  ভাবা হচ্ছে ঋতুরাজ কে।

Related Articles