বিশ্বকাপ জয়ের যন্ত্রনা ভুলে, ইউরো কাপ জয়ের আশায় বিভোর এমবাপে
Kylian Mbappe is hoping to win the Euro Cup

The Truth of Bengal: ইউরো কাপে ফ্রান্সকে অন্যতম পছন্দের দল হিসাবে ধরা হচ্ছে। দলের বড় ভরসা কিলিয়ান এমবাপে (Kylian Mbappé)। যিনি বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও খেতাব জয় সুনিশ্চিত করতে পারেননি।যদিও ফ্রান্সের হয়ে দুটি বড় প্রতিযোগিতায় জেতার অভিজ্ঞতা রয়েছে। এবার এখনও অধরা ইউরো কাপ ছুঁয়ে দেখতে বদ্ধপরিকর এমবাপে।গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ডের সঙ্গেই ফ্রান্সকে ফেভারিট মনে করছেন বিশেষজ্ঞরা। এমবাপে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে গিয়েছেন। তাঁর আগে নিজেকে দারুণভাবে মেলে ধরতে চাইছেন ইউরো কাপে। ফ্রান্স ১৯৮৪ ও ২০০০ সালে ইউরো কাপ জিতেছিল।
২০১৬ সালে হয় রানার-আপ, সেবার ফাইনালে তারা হারে পর্তুগালের কাছে।এমবাপে বলেন, তিনি ইউরো জিততে চান। বিশ্বকাপ জিতেছেন। নেশনস লিগ জিতেছেন। জাতীয় দলের হয়ে এখনও অবধি ইউরো কাপ জেতাই হয়নি তার। ফলে এবার সেটা জিততে চান। অধিনায়ক হিসেবে এটি তার প্রথম প্রতিযোগিতা। ফলে তা তার কাছে, ও দেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেতাব জিতেই সমর্থকদের মুখে হাসি ফোটানোর বিষয়ে প্রত্যয়ী এমবাপে। রচনা করতে চান নয়া ইতিহাস। সর্বশেষ ইউরো কাপ মোটেই ভালো যায়নি এমবাপের। চারটি ম্যাচে গোল করতে পারেননি। রাউন্ড অব সিক্সটিনে পেনাল্টি মিস করেছিলেন, যার জেরে সুইৎজারল্যান্ডের কাছে হারতে হয়েছিল ফ্রান্সকে।
যদিও এমবাপে এবারের ইউরোর আগে ছন্দেই রয়েছেন। পিএসজির হয়ে গত মরশুমে ৪৪টি গোল করেছেন। ক্লাব কেরিয়ারের ভবিষ্যৎও সুনিশ্চিক করে ফেলেছেন ঈর্ষণীয় অঙ্কের চুক্তিতে। ফলে অনেকটাই ফুরফুরে মেজাজে থাকবেন এমবাপে। সোমবার অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ ফ্রান্সের। এরপর তাদের ম্যাচ রয়েছে ২১ জুন নেদারল্যান্ডস ও ২৫ জুন পোল্যান্ডের বিরুদ্ধে।বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল সেই ভাবনা মাথা থেকে সরিয়ে রেখেই ইউরো কাপ অভিযান শুরু করতে চাইছে ফ্রান্স। এমবাপের কথায়, তাদের এগিয়ে যেতে হবে। অবশ্যই ওই পরাজয় ছিল যন্ত্রণার। কাপ জয়ের কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন। ম্যাচের ফল তাদের পক্ষে যায়নি, এটা খেলারই অঙ্গ। এমবাপে জানান, এখনও যখন সেই ফাইনালের ভিডিও দেখেন তখন মুখে হাসিই থাকে। কেন না, তারা যা করেছেন সেটাও ইতিহাসের অংশ। আবার ফাইনালে উঠলেও একইভাবে নিজেদের সেরাটা উজাড় করে দেবেন এমবাপে।