‘যাঁরা ক্রিকেট বোঝেন না, তাঁদের…’ গোয়েঙ্কাকে কটাক্ষ দ্রাবিড়ের
যা শুরু হয়েছিল ওই সময়ের আইপিএল-এ রাহুলের ব্যাটে রান না পাওয়া তৎপরি দলের বেহাল দশাতেই।
Truth Of Bengal: বিগত দু বছর আগে আইপিএল-র আসরে তিনিই ছিলেন লখনউ সুপার জায়ান্ট দলের অন্যতম সেরা খেলোয়াড়। এমনকি দলের অধিনায়কও বটে। কিন্তু তারপর কি ঘটেছে তা সকলেরই জানা। লখনউ দলের অন্যতম কর্তা সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ভারতীয় দলের বর্তমান মিঃ ডিপেন্ডবল কেএল রাহুলের সম্পর্ক এখন অম্ল-মধুর। যা শুরু হয়েছিল ওই সময়ের আইপিএল-এ রাহুলের ব্যাটে রান না পাওয়া তৎপরি দলের বেহাল দশাতেই।
এরপর রাহুল গত আইপিএল-এই সম্পর্ক ছিন্ন করেছেন লখনউ দলের সঙ্গে। তিনি বর্তমানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসে। আগামী আইপিএল এখনও শুরু হয়নি। তার আগেই এক সাক্ষাৎকারে রাহুল জানান, ‘আইপিএল-র আসরে কোনও দলের অধিনায়ক হওয়া মানেই সবচেয়ে কঠিন কাজটা করা। সেটা মাঠে নেমে নয়। মাঠের বাইরে। আর এই কঠিন কাজটা হল বার বার মিটিং করা। যার অন্যতম উদ্দেশ্যই হল দলের প্রধান প্রধান কর্তাদের বোঝানো দলের সমস্ত বিষয় নিয়ে। যা অত্যন্ত একটা কঠিন কাজ বলেই আমার মনে হয়। এবং এই কাজ করতে গিয়ে আমি এতটাই ক্লান্ত হয়ে পড়তাম যা ১০টা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচেও হতাম না।’
রাহুল এখানেই থেমে না থেকে আরও বলেন, ‘আসলে আমি বোঝাতে চেয়েছি আইপিএল-এর আসরে দল ব্যর্থ হলে জবাব দিতে হবে, ব্যাটে রান আসছে না কেন তার জন্য জবাব দিতে হবে, প্রতিপক্ষ দলের বোলাররা এত ভাল বল করল, আমরা কেন পারলাম না ইত্যাদি, ইত্যাদি। আসলে যাঁরা কোনওদিন ব্যাট হাতে মাঠে নামেননি, তাঁরা কখনই ব্যাপারটি বুঝতে পারবেন না।’
আসলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন রাহুলের এমন ইঙ্গিত আসলে লখনউ দলের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার প্রতিই।






