খেলা

Kartik Sharma: ৩০ লক্ষ থেকে সোজা ১৪.২০ কোটি! সিএসকে-র হলুদ জার্সিতে ভাগ্যবদল ১৯ বছরের কার্তিকের

পাঁচবারের আইপিএলজয়ী দলের হাত ধরে স্বপ্ন সত্যি হল ১৯ বছর বয়সি এই ক্রিকেটারের।

Truth of Bengal: প্রবল অভাবের মধ্যেই কেটেছে শৈশব। ছেলের ক্রিকেটের স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিজের গয়না বিক্রি করেছিলেন মা। সংসার চালাতে বাবাকে নিতে হয়েছিল ঋণ। সেই লড়াইয়ের ফল মিলল বড় মঞ্চে। আইপিএল নিলামে ১৪.২০ কোটি টাকা দিয়ে রাজস্থানের তরুণ ব্যাটার কার্তিক শর্মাকে কিনে নিল চেন্নাই সুপার কিংস। পাঁচবারের আইপিএলজয়ী দলের হাত ধরে স্বপ্ন সত্যি হল ১৯ বছর বয়সি এই ক্রিকেটারের।

ঘরোয়া ক্রিকেটে এই মুহূর্তে আগুনে ফর্মে রয়েছেন কার্তিক। চলতি বিজয় হাজারে ট্রফিতে রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। নিলামে মাত্র ৩০ লক্ষ টাকার বেস প্রাইস নিয়ে উঠেছিলেন কার্তিক। সেখান থেকে দরাদরি চলতে চলতে শেষ পর্যন্ত অবিশ্বাস্য ১৪.২০ কোটি টাকায় পৌঁছয় তাঁর দাম।সম্প্রতি একটি সাক্ষাৎকারে কার্তিক জানান, নিলামে পাওয়া এই অর্থ তাঁর জীবন পুরোপুরি বদলে দিয়েছে। তিনি বলেন,নিলামে যা পেয়েছি, তা আমার জীবন বদলে দিয়েছে। এই টাকা দিয়ে প্রথমেই বাবার ২৬ লক্ষ টাকার লোন শোধ করব।একদিন না খেয়ে থাকা ছেলেটি আজ কোটিপতি হলেও অতীতের কষ্টের দিন ভুলতে চান না তিনি।

নিলামের পর সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া প্রতিক্রিয়ায় আবেগ ধরে রাখতে পারেননি কার্তিক। তিনি বলেন,আমি প্রথমে খুব ভয় পাচ্ছিলাম। ভাবছিলাম, কেউ যদি মনে না করে আমাকে কেনার মতো যোগ্য! কিন্তু যখন দেখলাম একের পর এক বিড হচ্ছে, তখন আর নিজেকে সামলাতে পারিনি। নিলাম চলাকালীন কেঁদে ফেলি। নিলাম শেষের পরেও কান্না থামেনি। অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন।আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংসের মতো সফল ফ্র্যাঞ্চাইজির আস্থা পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কার্তিক। ক্রিকেটমহলের মতে, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে কী ভাবে অভাবকে হার মানানো যায়—কার্তিক শর্মার গল্প তারই জ্বলন্ত উদাহরণ।

Related Articles