
The Truth of Bengal: আজ থেকে বহু বছর আগে বেশ কিছু খেলার আসর জমত। খেলা দেখার জন্য ও বেশ ভিড় দেখা যেত। সে সব আজ যেন অতীত। ভুলতে বসেছে অধিকাংশই। আর নতুন প্রজন্মের হয়তো অনেকেই হয়তো সেই সব খেলার বিষয়ে শুনেছে , বই এর পাতায় পড়েছে কিন্তু দেখেনি। সেরকম ই খেলা কবাডি। কবাডি খেলা হারিয়ে যেতে বসেছিল। সেই খেলা ধরে রাখার জন্য গোবিন্দকাটি অগ্রদূত সঙ্ঘের মাঠে এলাকা বাসীর উদ্যোগে জেলাভিত্তিক কবাডি খেলা ঘোষণা করা হয়েছিল ।
সেই খেলা হল উওর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের ৪টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত হল গোবিন্দ কাটি,যোগেশগঞ্জ, কালিতলা ও সাহেবখালি পঞ্চায়েতর খেলোয়ারদের নিয়ে খেলা শুরু হলো।এই খেলার উদ্যোক্তা সুজয় মণ্ডল, তরুণ মন্ডল,পিন্টু অধিকারী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই খেলা দেখতে সুন্দরবনের প্রান্তিক এলাকা থেকে বহু মানুষ উপস্থিত হয়েছেন।
জনপ্রিয় তম এই খেলাটা দেখার জন্য ভিড় করেছিলেন বহু মানুষ। আসলে মোবাইলের দুনিয়ায় গোটা পৃথিবী হাতের মুঠোয় বন্দী। এঅবস্থায় জাতীয় খেলা দেখার জন্য বেশ ভিড় দেখা গেল। এই খেলার বিষয়ে অংশগ্রহণকারী বিশ্বজিৎ মন্ডল বলেন জাতীয় খেলা কবাডি ,এই খেলা হারিয়ে যেতে বসেছিল। খাতায় কলমেই শুধু জাতীয় খেলা ছিল। তা অনুষ্ঠিত হ্ওয়ায় ফের যেন পুনরুজ্জীবিত হলো বাংলার এই খেলা।