
The Truth of Bengal: আইপিএল শুরু হতে আর কিছুদিনের অপেক্ষা। সব দল চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। খেলোয়াড়রাও প্রস্তুতি নিচ্ছেন। আর এই আবহেই ঈশান কিষাণ ও আইপিএলের জন্য তৈরি হচ্ছেন বলেই খবর। তিনি রঞ্জিতে খেললেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিছু দিন আগেই বার্তা পাঠানো হয়েছিল, রঞ্জি ট্রফির ম্যাচ খেলে নিজেকে প্রমাণ করতে হবে ঈশানকে। কিন্তু এদিকে তিনি সে সব কিছু যেন মানলেন্ই না খেললেন না রঞ্জি। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের হাত ধরে উঠে এসেছেন একের পর এক তারকা।
কেউ সুযোগ পেয়ে কাজে লাগিয়ে জাতীয় দলে পৌঁছেছেন আবার কেউ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ঈশানের নজর রয়েছে আইপিএল টুর্নামেন্টের দিকে। ঈশান জাতীয় দল থেকে বাদ পড়ার পর তাকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল। মুখ খুলেছিলেন রাহুল দ্রাবিড় নিজে। আইপিএল সবসময়ই প্লেয়ারদের হাতছানি দেয়। আড়াই মাসের এই লিগ থেকেই বহু টাকা পান প্লেয়াররা। তাই IPL-এ তারা বরাবরই ফোকাস করেন।
এই সমস্যাটা দেখা গেছে ঈশান কিষানের ক্ষেত্রে। এর আগে বোর্ড তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে বললেও তিনি রাজি হননি । বোর্ড থেকে তাঁকে রাজ্য দলের হয়ে রঞ্জি খেলতে বলা হয়েছিল। সেই নির্দেশ মানতে দেখা যাচ্ছে না পেসার অলরাউন্ডারকে। টিম ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়া, ঈশান কিষান, দীপক চাহাররা রঞ্জি না খেলে IPLনিয়ে ভাবছেন। ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। জানা গিয়েছে এতেই ক্ষুব্ধ বিসিসিআই।