খেলা
Trending

আইএসএলের রং কি সবুজ-মেরুণ ?

Is the color of ISL green-Meroon?

The Truth Of Bengal : বাংলা নববর্ষের পরের দিন ঘরের মাঠে নামতে চলেছে মোহনবাগান সুপার জয়ান্টস । এই ম্যাচ ঘিরে ময়দানের উত্তেজনা ইতিমধ্যেই বেড়েছে কয়েকগুণ । তার মাঝেই খবর  মোহনবাগানের সঙ্গে ফিরেছেন হাবাস । কোচের ফিরে আসায় স্বস্তিতে গোটা শিবির ।

এর আগে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে জয়ী হয়েছিল সবুজ মেরুন দল । এই অবস্থায় অনিরুদ্ধ থাপা মনে করছেন , বেঙ্গালুরুর বিপক্ষে জিততে যে আত্মবিশ্বাস লাভ করেছে দল সেই আত্মবিশ্বাস নিয়েই সোমবার ঘরের মাঠে নামবে দল । এদিকে হাবাস ও ফিরে এসেছেন , ফলত গোটা শিবিরে যেমন খুশির হাওয়া রয়েছে তেমন ভাবেই গোটা দলে প্রাকটিস্ও চলবে জোরদার এমনটাই জানিয়েছেন সবুজ মেরুনের বিদেশি কোচ ।

হাবাসের কাছে সফলতার মূল চাবিকাঠি প্র্যাকটিস , আর সে কারণে তিনি প্র্যাকটিসের জোর দেন।  প্রাকটিস এমন পর্যায়ে নিয়ে যান যেখানে রিলে রেসের মাধ্যমে যেমন  খেলোয়ার দের  বিপক্ষ টিমের কাছে লড়াই করার ক্ষমতাকে আরো বাড়িয়ে দেন  ।  এদিকে অনিরুদ্ধ থাপা বলছেন তারা ভীষণ   উজ্জীবিত। কারণ, লিগশিল্ড জিততে  আর একটা ম্যাচ জিততে হবে দলকে ।  তার ওপর ম্যাচটা হবে  সমর্থকদের সামনে।  গ্যালারি থেকে সমর্থকদের গলা ফাটানো চিৎকারে যে কয়েকগুণ আত্মবিশ্বাসে খেলবে দল তা স্পষ্ট । যুবভারতীতে এই ম্যাচ যদি জিততে পারে মোহনবাগান , তাহলে কলকাতায় এই প্রথম আইএসএল শিল্ড আসবে ।

 

 

Related Articles