IPL 2024খেলা

বেশিদিন পিছিয়ে রাখা সম্ভব নয় MI-কে! পয়েন্ট তালিকায় এগিয়ে এলো মুম্বাই

is not possible to delay MI for a long time! Mumbai is starting to rise again in the league table

The Truth of Bengal: মুম্বাই ইন্ডিয়ানসের জিততে তখন দরকার ২৪ বলে ২৫, সেঞ্চুরি পেতে সূর্যকুমার যাদবের চাই ১৯।  তিলক বর্মা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন, এ অবস্থা থেকে তিনি মেরে খেললে সূর্যকুমারের সেঞ্চুরি পাওয়া হবে না।১৭তম ওভারের প্রথম বল থেকেই তিলক তাই সিঙ্গেল নিয়ে সূর্যকুমারকে স্ট্রাইকে আনায় মনোযোগী হলেন। প্যাট কামিন্সের করা ওই ওভারে সূর্য একটি সিঙ্গেল, দুটি চার আর এক ছক্কার সুবাদে ৯৬ রানে পৌঁছে গেলেন। পরের ওভারের শুরুতে আবার স্ট্রাইকে তিলক।

এবারও তিনি সিঙ্গেল নিয়ে বাকি কাজ সেরে ফেলার দায়িত্ব দিলেন সূর্যকে। নটরাজনের করা ওই ওভারের দ্বিতীয় বলেই ডিপ এক্সট্রা কাভারের ওপর দিয়ে সূর্যর ছক্কা নিজের সেঞ্চুরি পূরণের পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জিতে গেল মুম্বাইও। এ যেন এক ঢিলে দুই পাখি মারার মতো।ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে দুই অস্ট্রেলিয়ান ট্রাভিস হেডের শুরু আর প্যাট কামিন্সের শেষের ঝড়ে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান করেছিল হায়দরাবাদ। লক্ষ্য তাড়ায় সূর্যর ৫১ বলে অপরাজিত ১০২ রানের সুবাদে ৭ উইকেট আর ১৬ বল বাকি থাকতে জিতেছে মুম্বাই।এ জয়ে আইপিএল পয়েন্ট তালিকার তলানি থেকে নয়ে উঠে এসেছে হার্দিক পান্ডিয়ার দল।

গুজরাট টাইটানসকে নামিয়ে দিয়েছে দশে। একইসঙ্গে প্লে–অফে খেলার আশা বাঁচিয়ে রেখেছে। ১২ ম্যাচ খেলে ৪ জয়ে ৮ পয়েন্ট মুম্বাইয়ের। হারের পরও ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ রয়ে গেছে চার নম্বরে। এবারের আইপিএলে দুই দল প্রথম মুখোমুখি হয়েছিল গত ২৭ মার্চ। সেদিন ক্রিকেটপ্রেমীরা দেখেছিলেন রেকর্ডের পর রেকর্ড। ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে ২৭৭ রান করেছিল হায়দরাবাদ। জবাব দিতে নেমে মুম্বাই থেমেছিল ২৪৬ রানে। ৪০ দিন আগে হারের প্রতিশোধটা দারুণভাবে নিল মুম্বাই।

Related Articles