
Truth Of Bengal: শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে ১৮তম আইপিএল-র আসর। ক্রিকেটের মেগা ইভেন্ট শুরুর দিনই ধারাভাষ্যকার পদ থেকে চাকরি খোয়ালেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার ইরফান পাঠান। তবে কেন ইরফানের নাম বাদ দেওয়া হয়েছে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
সূত্র মারফত জানা গিয়েছে, ইরফানের বিষয়ে নাকি কয়েকজন প্রাক্তন ক্রিকেটার অভিযোগ দায়ের করেছেন। তাঁদের অভিযোগ হল, ইরফান নাকি ধারাভাষ্য দেওয়ার সময় দলগতভাবে আলোচনা বা সমালোচনা করার বদলে ব্যক্তিগতভাবে সমালোচনা করছেন ক্রিকেটারদের। যা একেবারেই উচিত নয়।
ওইসব প্রাক্তন ক্রিকেটাররা আরও অভিযোগ করেছেন যে, বর্ডার-গাভাসকর ট্রফি চলার সময় ইরফানের এমন মন্তব্য যা একেবারেই ভালভাবে মেনে নিতে পারেননি টিম ইন্ডিয়ার ওই সমস্ত ক্রিকেটাররা। এমনকি তাঁরা ইরফানের ফোন নম্বরও ব্লক করে দিয়েছেন।
২০২৫ সালের আইপিএল ১৮তম বর্ষে পদাপর্ণ করল। কাজেই এবারে ক্রিকেটের এই মেগা ইভেন্ট যে অন্যবারের থেকে অনেকটাই আলাদা। মাঠের পাশাপাশি কমেন্ট্রি বক্সেও যেন চাঁদের হাট। ধারাভাষ্যকারদের তালিকায় রয়েছেন, সুনীল গাভাসকর, বীরেন্দ্র সেহওয়াগ, শিখর ধাওয়ান, হরভজন সিং, সুরেশ রায়না এবং অনিল কুম্বলেরা। বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন এবি ডেভলিয়ার্স। নতুন অতিথি হিসাবে তালিকায় প্রবেশ করলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।