ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে উদ্যোগ রাজ্য সরকারের, খুশি বাংলার সফল ক্রীড়াবিদরা
Initiatives for development of sports field

The Truth of Bengal: বাংলার ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে একাধিক উদ্যোগ রাজ্য সরকারের। রাজ্যে প্রথমবার প্রাক্তন খেলোয়ারদের মাসিক ভাতা দিচ্ছে রাজ্য। একসঙ্গে ১৫৬৭ জন ক্রীড়াবিদকে এই ভাতা দেওয়া শুরু হয়েছে। রাজ্যের লক্ষ্য, খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে বাংলার খেলাধুলার মান উন্নয়ন ও ক্রীড়া ক্ষেত্রে উৎসাহ জোগানো। শুধু ফুটবল বা ক্রিকেট নয়, ভলিবল থেকে ওয়াটার পোলো, ক্রীড়ার সর্বক্ষেত্রেই বিশেষ নজর। এবার রাজ্যের সফল ক্রীড়াবিদদের সরকারি চাকরির ব্যবস্থা করতে বিশেষ উদ্যোগ রাজ্যের। কৃতী খেলোয়াড়দের চাকরির জন্য ক্রীড়া দফতরকে স্পোর্টস ডেস্ক খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের এ ধরনের উদ্যোগে খুশি বাংলার সফল ক্রীড়াবিদরা।
মাঠের লড়াইয়ে সফল হওয়ার পরও এমন অনেক ঘটনা দেখা যায় খেলা ছেড়ে দেওয়ার। দারিদ্রতার কারণেই এ ধরনের ঘটনা ঘটে। ভবিষ্যতে এমন ঘটনা বন্ধ করতে ভাবনা মুখ্যমন্ত্রীর। আর তাই কৃতী খেলোয়াড়দের চাকরি দেওয়ার বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য। খুশি খেলোয়াড়দের অভিভাবকরা।
বাংলার জেলায় জেলায় প্রচুর প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। আরো বেশি করে তাদের সামনের সারিতে তুলে আনতে চাইছে সরকার। জঙ্গলমহল কাপ সহ একাধিক টুর্নামেন্ট জেলায় জেলায় আয়োজিত হচ্ছে। প্রত্যন্ত এলাকা থেকে প্রতিভা খুঁজতে খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে বিশেষ উদ্যোগ।
Free Access