খেলা

বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন ভারতের দিব্যা দেশমুখ

India's Divya Deshmukh won the World Junior Chess Championship title

The Truth Of Bengal :  সাম্প্রতিক সময়ে দাবাতে উঠে এসেছেন বেশ কয়েকজন ভারতীয়। তার মধ্যে অন্যতম রমেশ চন্দ্র প্রজ্ঞানন্দ থেকে ডি গুকেশ। তবে এই তালিকা ধীরে ধীরে বাড়ছে। তালিকায় নতুন মুখ দিব্যা দেশমুখ। ভারতের দিব্যা প্রতিযোগী বৃহস্পতিবার জয়লাভ করলেন বিশ্ব জুনিয়র মহিলা দাবা প্রতিযোগিতায়। বুলগেরিয়াতে আয়োজিত হওয়া এই দাবা প্রতিযোগিতায় দিব্বা দেশ মুখের বিপক্ষে ছিলেন, বেলোস্লাভা ক্রাসটেভা।

দীপা দেশমুখ এই মুহূর্তে একজন আন্তর্জাতিক মানের গ্রান্ড মাস্টার। এই টুর্নামেন্টের প্রথম থেকেই তিনি বেশ ভালো ফর্মে ছিলেন ফাইনালেও যথেষ্ট দাপট দেখিয়েছেন।সদ্য ১৮ পেরোনো এই প্রতিযোগী এগিয়ে চলেছেন নিজের ছন্দে। নাগপুরের এই তরুণ প্রতিযোগী জুনিয়র চ্যাম্পিয়ন শিফটে ১১ রাউন্ডে দশ পয়েন্ট পেয়েছেন পুরো টুর্নামেন্টে ১১ টি ম্যাচের মধ্যে নোটিশ জয়লাভ করেছেন এবং দুটোতে ড্র করেছেন।। যদিও বৃহস্পতিবার ১১ নম্বর রাউন্ডে বুলগেরিয়ার বেলোস্লাভা ক্রাসটেভাকে পরিজিত করেন।তিনি একের পর এক প্রতিযোগিতায় যেভাবে পারফর্ম করে চলেছেন তাতে বারংবার আসছেন খবরের শিরোনামে। এবার চ্যাম্পিয়ন হওয়ার পর তাকে দেশ বাসী শুভেচ্ছা জানাচ্ছেন ।

 

Related Articles