
The Truth of Bengal: বিশ্বকাপে ভারতের জয়ের রথ অব্যাহত । যে কটা ম্যাচ খেলেছে ভারত তার প্রত্যেকটাতেই জিতেছে । ভারতের সাথে পেরে উঠলেন না কেন উইলিয়ামসনরা। তবে প্রত্যাশা মতোই ভারত উঠে গেল ফাইনালে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও ভারত। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারের সেঞ্চুরি, মহম্মদ শামির সাত উইকেট- ১২ বছর পর ফের বিশ্বকাপের ফাইনালে ভারত।ওয়াংখেড়েতে যেন রেকর্ডের বৃষ্টি ঝরালেন বিরাট কোহলি।
ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে যেন দু’হাত ভরে দিচ্ছে কোহলি । রানের পাহাড় গড়ে তুলছেন তিনি। কোহলিও বিরাট খুশি । গোটা স্টেডিয়াম মুহূর্তে । চিৎকার করে ওঠে বিরাট নামে । কোহলির ৫০ তম শতরানে আবেগে ভাসছে গোটা দেশ । ফের শত রান হাঁকান বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। যেন বিরাট করলেন লড়াই সঙ্গে শামির শাসনে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল কিউয়ি শিবির। এদের মুখে ধরাশায়ী নিউজিল্যান্ড। বিরাট ১০৬ বলে পৌঁছান এই মাইলফলকে।
বিশ্বকাপের এই ঝড় তোলা ম্যাচের পর শামি বলেন, ‘২০১৫ এবং ২০১৯ সালে সেমি থকে বিদায় নেওয়াটা হতাশাজনক ছিল। এবার সেই বাধা অতিক্রম করা গিয়েছে। আমাদের সামনে কাপ জয়ের সুযোগ। জানি না আমি আর এমন সুযোগ পাবো কিনা। তাই ফাইনালে নিজের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য।’ এবারের বিশ্বকাপে ভারতের পর সব থেকে ধারাবাহিক দলের একটি দক্ষিণ আফ্রিকা। আসরের সবচেয়ে বড় দলীয় সংগ্রহ গড়েছিলেন এই প্রোটিয়ারাই। ৯ ম্যাচের সাতটিতেই জিতে দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত করেছে সেমিফাইনাল।