
The Truth of Bengal: ভারতীয় ফুটবল টিম এশিয়ান কাপের জন্য দোহা পৌঁছে গিয়েছে আগেই তবে কোচ ইগর স্টিম্যাচ। এশিয়ান কাপের জন্য দল দোহাই পৌঁছে গেলেও এশিয়ান কাপ কে পাখির চোখ করছে না তারা। কারণ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পরবর্তী তৃতীয় রাউন্ডে ওঠায় মূল লক্ষ্য সেটাকে ধরেই এগোচ্ছে কোচ। স্টিমাচ যদিও বলেছেনএই গ্রুপ গত বারের থেকে অনেক কঠিন। ভাল পারফরম্যান্স উপহার দিতে চাই এবং গোটা প্রতিযোগিতা জুড়ে একই রকম ছন্দে খেলতে চাই।
এশিয়ান কাপের জন্য দলে্র ছেলেদের উপর কোনও চাপ দিতে চাইছি না। ওদের বলেছি ভয় না পেয়ে ফুটবল খেলতে। পারফরম্যান্স টাই আসল। সামনে কোন দল তা দেখার দরকার নেই বলেই উল্লেখ করেছেন । শেষে কী হয় সে দিকে তাকাবেননা তিনি। বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে পৌঁছানোর লক্ষ্য নিয়েই তিনি দলকে উজ্জীবিত করার চেষ্টা করছেন। 26 জনদল নিয়ে গিয়েছেন কোচ। চোটের কারণে কোনো কোনো খেলোয়াড় কে ছাড়ায় যেতে হয়েছে। ভারতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া কোচের কপালে চিন্তার ভাঁজ।
গুরুত্বপূর্ণ একজন মিডফিল্ডারকে বাদ দিয়েই কি তাকে দল সাজাতে হয়েছে । দুবাইয়ে অন্যান্য দেশের খেলোয়াড়রা পৌঁছে গেলেও ভারতীয় খেলোয়াড়রা সদ্য পৌঁছে এখনো দলটা গুছিয়ে উঠতে পারেনি এমনটাই জানিয়েছেন পরিবেশের সঙ্গে মানাতে বেশ সময় লাগবে। তাছাড়াও এই দলে নেই আনোয়ার আলী , আশিক প্লেন মার্টিন্স, জিকসন। এই খেলোয়াড়দেরকে ছাড়া খেলাটা বেশ চাপের বলেই তিনি উল্লেখ করেছেন ভাল খেলার চাপটা আরো বেশি বেড়ে গেল বলেই জাতীয় দলের কোচ জানিয়েছেন।