খেলা
Trending

নতুন অস্বস্তিতে ভারতীয় শিবির, চোট পেলেন আকাশ মিশ্র,

Indian camp in new discomfort, Akash Mishra injured,

The Truth OF Bengal: এশিয়ান কাপে ভারত প্রথম ম্যাচে জিততে পারেনি। দ্বিতীয় ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। তার আগে চোট পেলেন আকাশ মিশ্র। পরবর্তী ম্যাচে আকাশকে পাওয়া যাবে কিনা স্পষ্ট নয় । যদি আকাশকে না পাওয়া যায় তা ভারতীয় টিমের ক্ষেত্রে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

চোটের  কারণে আগে আসিক কুরুনিয়ান, আনোয়ার আলীরা  ছিটকে গিয়েছেন এফসি এশিয়ান কাপের দল থেকে। আব্দুল সামাদকে রাখলেও তিনি পুরোপুরি সুস্থ নন। সামাদ প্রথম ম্যাচে খেলতে পারেনি , দ্বিতীয় ম্যাচ উজবেকিস্থানের বিরুদ্ধে তার খেলা নিয়ে বেশ ধোঁয়াশা রয়েছে। এদিকে দোহাতে  অনুশীলন করার সময় চোট পান আকাশ। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন  বলে জানা গেছে। ফলত  ভারতীয় ফুটবল টিমে চোট আঘাত  বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। উজবেকিস্তানের বিরুদ্ধে আকাশ খেলতে পারবে কিনা তা  নিয়ে ধোঁয়াশা রয়েছে।  একের পর এক খেলোয়াড়ের চোটের কারণে বেশ চাপেই আছে ইগর স্টিম্যাচ। এটা মনে করা হচ্ছে যে , আকাশ যেভাবে চোট পেয়েছেন সে চোট সারিয়ে দলে ফিরতে পারবেন। এর আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল করতে পারেনি ভারত। যদিও সুনীলদের লড়াই মন কেড়েছে সকলের।

উল্লেখ্য উজ়বেকিস্তানও ফিফা ক্রমতালিকায় ভারতের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে । ভারত   রয়েছে ১০২ নম্বরে। উজ়বেকিস্তান ৬৮ তম স্থানে। এই লড়াইয়ে যদি আকাশকে না পাওয়া যায় তাহলে বেশ বড় ধাক্কা হবে দলের কাছে। এর আগের ম্যাচে অস্ট্রেলিয়ার মতো শক্তপোক্ত এক প্রতিপক্ষ ছিল ভারতের বিপক্ষে।উজবেকিস্তানের খেলোয়াড়দের মুখোমুখি ভারত  লড়ে উঠতে পারবে কিনা তা স্পষ্ট নয়। ভালো তো লড়াই যে বেশ কঠিন হবে তা স্পষ্ট।

Free Access

Related Articles