খেলা

মালদ্বীপের বিপক্ষে প্রদর্শনী ম্যাচের দল ঘোষণা ভারতের

India announces team for exhibition match against Maldives

Truth Of Bengal: আগামী ৩০ এবং ২ জানুয়ারি বেঙ্গালুরুতে দুটি প্রদর্শনী ম্যাচ খেলবে ভারতীয় মহিলা ফুটবল দল। এই উপলক্ষ্যে রবিবার ২৩ সদস্যের দল ঘোষণা করলেন ভারতীয় মহিলা ফুটবল দলের কোচ জোয়াকিম আলেকজান্ডারসন।

এই ম্যাচ প্রসঙ্গে আলেকজান্ডারসন বলেন, মালদ্বীপের বিপক্ষে আমাদের দল যথেষ্ট শক্তিশালী হয়েছে। দলে যেমন সিনিয়র ফুটবলার আছেন, তেমনি আছেন বেশকিছু জুনিয়র ফুটবলাররাও। আমি আশাবাদী দল এই দুটি ম্যাচে ভাল ফুটবলার উপহার দিতে পারবে।

এক নজরে দেখে নেওয়া যাক ২৩ সদস্যের ঘোষিত ভারতীয় দল – 

গোলরক্ষক-হেমপ্রিয়া সেরাম, মাইবাম দেবী, নন্দীনী।

ডিফেন্ডার-অরুণা বাগ, জুহি সিং, জুলি কিষাণ, সঙ্গীতা বাসফোর, সঞ্জু, শিভানী তপ্পো, রঞ্জনা চানু, থইবাইসানা চানু এবং ভিক্সিত বেরা।

মিডফিল্ডার- গ্রেস দাংমেই,  কাজল ডিসুজা, নেহা, শিবানী দেবী, নীতু লিন্ডা এবং রিম্পা হালদার।

ফরোয়ার্ড- লিংদেকিম, লিন্ডাকম স্যারেটো, পূজা, পাপড়ি এক্সা এবং সিমরান গুরুং।

Related Articles