রঞ্জি না খেললে IPL নয়, নতুন নিয়ম জারি হবে বোর্ডের তরফে
If Ranji is not played, not IPL, new rules will be issued by the board

The Truth of Begal: আইপিএল শুরু হতে আর কিছুদিনের অপেক্ষা। সব দল চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের হাত ধরে উঠে এসেছেন একের পর এক তারকা । কেউ সুযোগ পেয়ে কাজে লাগিয়ে জাতীয় দলে পৌঁছেছেন আবার কেউ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। আইপিএল থেকে ক্রিকেটাররা অনেক টাকা আয় করেন। দিনে দিনে এর জনপ্রিয়তা বাড়ছে। এর মাধ্যমে বহু ক্রিকেটার জিরো থেকে হিরো হয়ে উঠেছে। তবে জাতীয় দলে যে যে প্লেয়ার সুযোগ পাননা তারা রঞ্জির দিকে পা বাড়ান না। বরং তাঁরা IPL-এর প্রস্তুতিতে লেগে পড়েন।
টিম ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়া, ঈশান কিষান, দীপক চাহাররা রঞ্জি না খেলে IPLনিয়ে ভাবছেন। ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। জানা গিয়েছে, এতেই ক্ষুব্ধ বিসিসিআই। সূকারণে এবার নতুন নিয়ম হতে চলেছে ।আরো জানা গিয়েছে, আইপিএল খেলার আগে প্লেয়ারদের কে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে সেখানে তাদেরকে ভালো পারফর্ম করতে হবে এমন নিয়ম আনতে চলেছে বোর্ড।
তিন থেকে চারটি রঞ্জি ট্রফির ম্যাচ খেলার নির্দেশিকা বোর্ডের তরফ থেকে দেওয়া হবে যারা তা মানবেন না তাদের জন্য আইপিএলের নিলামের দরজা বন্ধ থাকবে বলেই বোর্ড সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য , আইপিএল সবসময় ই প্লেয়ারদের হাতছানি দেয়। আড়াই মাসের এই লিগ থেকেই বহু টাকা পান প্লেয়াররা। তাই IPL-এ তারা বরাবরই ফোকাস করেন। এই সমস্যাটা দেখা গেছে ঈশান কিষানের ক্ষেত্রে। এর আগে বোর্ড তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে বললেও তিনি রাজি হননি। এদিকে আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়েছেন। সেই সব বিচার করেই নতুন নিয়ম আনা হবে বলেই খবর।