বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনাল ম্যাচ,টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত
ICC World Cup 2023

The Truth of Bengal: আজ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনাল ম্যাচ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিশ্বকাপের এই সেমিফাইনাল ম্যাচ ঘিরে উন্মাদনায় ক্রিকেট ভক্তরা। লিগ পর্যায়ে সবকটি ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে ভারত।শোনা যাচ্ছে, ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচটি যে পিচে খেলার কথা ছিল, শেষ মুহূর্তে তা বদলে দ্বৈরথ হচ্ছে অন্য এক বাইশ গজে।
যে পিচে বিশ্বকাপে ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এখন যা পরিস্থিতি, তাতে ৬ নম্বর উইকেটে ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচ হওয়ার কথা। যে পিচটি ঠিক মাঠের মধ্যিখানে নয়। চলতি বিশ্বকাপে দুটি ম্যাচ হয়েছে এই উইকেটে। ২১ অক্টোবর এই উইকেটেই ইংল্যান্ডকে ২২৯ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
২ নভেম্বর ভারত এই পিচে শ্রীলঙ্কাকে আরও বড় ব্যবধানে, ৩০২ রানে হারিয়েছিল। ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ শুরুর আগে থেকেই ঘুরেফিরে ২০১৯ সালের সেমিফাইনালের প্রসঙ্গ ওঠে আসছে। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত আগের আসরে কিউইদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল রোহিতদের। সেই চিত্রের পুনরাবৃত্তি নাকি প্রতিশোধের সফল গল্প লিখবে ভারত সেটাই এখন দেখার অপেক্ষা!