খেলা

ভারতের জয়ের প্রত্যাশা শচীন তেণ্ডুলকরের

Sachin Tendulkar

The Truth of Bengal: ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে নামছে ভারত। ম্যাচ শুরুর আগেই ক্রিকেটের ঈশ্বর শচীন তেণ্ডুলকর বললেন, আশা করি ভারত আজকে বিশ্বকাপ হাতে তুলবে।শচীন তেণ্ডুলকর রবিবার আহমেদাবাদে পৌঁছেছেন। বিমানবন্দরে নামার পরেই তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা।

গাড়িতে ওঠার আগে শচীন বলেন, “ভারতীয় দলকে আমার শুভেচ্ছা। আজকের দিনটার জন্য সকলেই অপেক্ষা করছে। আশা করি, “আমরাই ট্রফি পাব”।শচীনের শুভেচ্ছা ও আশায় ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে আরও বেড়েছে জয়ের প্রত্যয়।

শচীন তেণ্ডুলকর ভারতের জয়ের প্রত্যাশা। শচীন তেণ্ডুলকর ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন।

Free Access

Related Articles