খেলা

শনিবার গুয়াহাটিতে হাইভোল্টেজ ডার্বি

High Voltage Derby in Guwahati on Saturday

Truth Of Bengal: শনিবার আইএসএল-র হাইভোল্টেজ ডার্বি ম্যাচ। কলকাতার পরিবর্তে এই ম্যাচ অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। স্বাভাবিকভাবেই বাঙালির আবেগের ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

এমনকি পারদ চড়ছে প্রাক্তন ফুটবলারদের মধ্যেও। কেউ বলছে, এ এগিয়ে, আবার কেউ বলছে ও এগিয়ে। তবে ডার্বি যে কোনও প্রেডিকসন মানে না তাও আবার বলছেন অনেকে। এখনও পর্যন্ত আইএসএল-র ডার্বির ইতিহাসে জয় অধরাই থেকে গিয়েছে ইস্টবেঙ্গলের কাছে। এখন দেখা যাক, শনিবারের এই মেগা ডার্বিতে সেই ইতিহাস বদলে দিতে অস্কারের দল পারে কি না, তা সময়ই বলবে।

Related Articles