
The Truth of Bengal: খারাপ আবহাওয়ার কারণে লখনৌ থেকে কলকাতাগামী নাইট বিমান নামল গুয়াহাটিতে।কলকাতা বিমানবন্দরের নামতে না পারার কথা জানায় কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা নাইট ব্রিগেড অনেক বেশি আত্মবিশ্বাসী। শনিবার ঘরের মাঠে মুম্বাইয়ের মুখোমুখি হবে নাইটরা। তবে ফের আরো একবার বিতর্কে নাম জড়ালেন হর্ষিত রানা। ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি। তুমুল বৃষ্টিতে বিপাকে পড়লো নাইট বাহিনী। সোমবার ঝড় বৃষ্টির জেরে কলকাতা বিমানবন্দরের নামা হলো না কেকেআরের।
লখনৌ থেকে কলকাতাগামী বিমান চলে যায় গুয়াহাটিতে। গত রবিবার লখনৌর মাটিতে ঝড় তোলে গৌতম গম্ভীরের ছেলেরা। সোমবার বিকেল পাঁচটা ৪৫ মিনিট নাগাদ লখনউ বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় নাইট ব্রিগেড। কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় ছিল সন্ধ্যে সাড়ে সাতটা। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে নাইটদের বিমান চলে যায় গুয়াহাটি। সেখান থেকে বারাণসীতে যায় কেকেআর। তবে মঙ্গলবার দুপুরে কলকাতায় ফেরার বিমান ধরবেন শ্রেয়সরা। খারাপ আবহাওয়ার কারণে কলকাতা বিমানবন্দরের নামতে না পারার কথা জানায় কলকাতা নাইট রাইডার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানের ভিতরে খেলোয়ারদের ভিডিও পোস্ট করে কেকেআর।
সুনীল নারাইনের দুর্দান্ত পারফরমেন্সে পয়েন্ট টেবিলে শীর্ষে কেকেআর। ফলে অনেকটাই আত্মবিশ্বাসী শ্রেয়সের দল। শনিবার ঘরের মাঠে মুম্বাইয়ের মুখোমুখি হবে কলকাতা। এরই মাঝে বিতর্কে জড়িয়েছেন নাইট তারকা হর্ষিত রানা। লখনৌ সুপারজায়েন্ট বিরুদ্ধে ম্যাচে উইকেট নেবার পর মুখে আঙুল দিয়ে চুপ থাকার অঙ্গভঙ্গি করে বিতর্কে নাম জড়িয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সেই ছবি। এর আগেও আইপিএলের নিয়ম নীতি লঙ্ঘন করায় জরিমানা দিতে হয়েছিল তাকে একটি ম্যাচ নির্বাসিত করা হয়েছিল রানাকে।