
The Truth of Bengal: বিশ্বকাপের ম্যাচ গুলোতে খেলতে পারেনি হার্দিক। তবে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটিয়েছেন আর পাচ জন সমর্থকের মতোই । চোটে গুরুতর কাবু হার্দিক। বিশ্বকাপে না থাকলেও কবে ফিরবেন ২২ গজে জানতে চান সমর্থকেরা । তবে ২০২৩ সালে তাঁর মাঠে ফেরা হচ্ছে না, এটা এক প্রকার নিশ্চিত। সামনের বছর জানুয়ারি মাসে ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামবে ।
কিন্তু সেই সিরিজের সম্ভবত খেলতে পারবেন না পাণ্ডিয়া। এমনটাই খবর পাওয়া যাচ্ছে । চোট এতটাই গভীর যে এর আগে হার্দিক সোশ্যাল সাইটে জানিয়েছিলেন তিনি চলতি বিশ্বকাপে আর নামতে পারবেননা মাঠে । সোশ্যাল সাইটে লিখেছিলেন , ভাবতেই পারছি না যে আমি আর এ বারের বিশ্বকাপে খেলতে পারব না। তবে আমি দলের পাশে আছি। প্রতিটা ম্যাচে, প্রতিটা বলের জন্য গলা ফাটাবো।
সবাই আমার জন্য প্রার্থনা করেছেন । বিসিসিআই হার্দিককে নিয়ে একদম তাড়াহুড়ো করছে না । জানা গিঢয়েছে পাণ্ডিয়াকে আবার ২০২৪ আইপিএলে মাঠে ফিরে আসতে দেখা যাবে। ভারতীয় ক্রিকেট বোর্ড পাণ্ডিয়াকে নিয়ে কোনও রকম অতিরিক্ত ঝুঁকি নিতে চাইছে না। আইপিএলের পর টি২০ বিশ্বকাপ রয়েছে। সেখানে পাণ্ডিয়াকে অধিনায়ক করা হতে পারে বলেই খবর ।